এসব উগ্রবাদী ইমাম-উলামাদের জন্যই, মুসলমানদের সব জায়গায় ঘেন্না করা হয়। এরা এত বোকা বোকা কথা বলে বেড়ায়, আর এমন সেকেলে গোঁড়ামি দেখায়, যেন মনে হয় এখনো এদের মাথা থেকে ৭০০ খ্রিস্টাব্দের ভূত যায়নি। এগুলোর জন্য এমন কি আমিও এদের ঘেন্না করি।
এবারে আমি যেহেতু ইসলাম ধর্মেই জন্মেছি, তাই এদের প্রতি আমার বিতৃষ্ণাটাকে, সাধারণ মুসলিমদের মধ্যে সচেতনতা এবং ধর্মসংস্কার ছড়ানোর থেকে আলাদা করে দেখতে পারি। কিন্তু যারা অমুসলিম রয়েছেন, তাঁদের থেকে এরকম আশা আমি কিভাবে করতে পারি? আর কেনই বা তাঁরা এত কিছু করবেন?
কারণ মুসলমানদের হয়ে কথা তো বলে সেই ইমাম-উলেমারাই। আর এই মোল্লা গুলো, সংখ্যায় এত বেশি, যে এদের একসাথে না ধরলেই নয়। এসব মোল্লারা এখনো একটা কঠিন লক্ষ্মণরেখায় বিশ্বাস করে। হয় তুমি মুসলমান, নয় তুমি নও। আর যদি না হও, তাহলেই তুমি একটা নীচু শ্রেণীর জীব। একজন কাফের। যাকে ধর্মান্তরিত না করলে রক্ষা করা সম্ভব নয়। না হলে আমরা ঘোষণা দিতেই থাকব যে তোমার সাথে পরকালে ঠিক কি হতে চলেছে বলে আমরা বিশ্বাস করি।
সবথেকে নরমপন্থী, ধর্মনিরপেক্ষ মুসলমানরাও অস্বীকার করতে পারবেন না যে বেশিরভাগ জামাতের ইমাম-উলেমাদেরই মূল চিন্তাধারা এরকমই। আর সেইজন্যেই বিশ্বের লক্ষ-কোটি মুসলমানরাও এমন ভাবে ভাবতেই পছন্দ করেন। আসল সমস্যা তো এখানেই। সমস্যাটা মোটেই ইসলাম-ভীতি নয়। ইসলাম-ভীতি হচ্ছে, ইসলামী গোঁড়ামি, সন্ত্রাস এবং বিপন্নতার বিরুদ্ধে একটা প্রতিক্রিয়া। এবং এর কোনোটাই এত সহজে যাবার নয়।
নিশ্চয়ই মনে আছে যে ইসলামী দুনিয়ার “নেতারা” ভিডিও বার্তায় পরিষ্কার বলেছিলেন যে এই জীবাণুটা নাকি আল্লার দেওয়া শাস্তি। তাই যখন নিজামুদ্দিন (Nizamuddin) মারকাজ-এর জমায়েত থেকে এতজন মুসলিম করোনাতে আক্রান্ত হলেন; মনে মনে আমিও এই উল্টোফল দেখে প্রাণ ভরে হেসেছি। আমারই যদি প্রথম প্রতিক্রিয়া এরকম হয়, তাহলে একটা ভীত-সন্ত্রস্ত দেশ, যার মনে মুসলিমদের প্রতি রাজনৈতিক ঘৃণা আগে থেকেই রয়েছে, তাদের প্রতিক্রিয়া কেমন হতে পারে? তাদের প্রতিক্রিয়া আরো বেশি কড়া হবে না কেন?
যতদিন পর্যন্ত এই মোল্লারা আমাদের হয়ে কথা বলা বন্ধ না করবে এবং মধ্যযুগীয় ভাট বকা না ছাড়বে; “সব মুসলিম একরকম নয়“, এই যুক্তির তোয়াক্কা কেউ করবে না। বাইরের ঘৃণাজীবী-দের আপনি কিভাবে আটকাবেন, যদি আমাদের ভিতরকার ঘৃনাজীবীদের সামলাতে না পারেন। যতদিন না একটা নরমপন্থী, সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ এবং আধুনিক মুসলিম নেতৃত্ব উঠে এসে এই নির্বোধ, প্রাগৈতিহাসিক জীবগুলোকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করছে; ততদিন এই “আমরা বনাম ওরা“-র দ্বন্দ্ব কিছুতেই মিটবে না।
যতদিন আমরা নিজেদের আলাদা করে রাখব, ওরাও ততদিন আমাদের আলাদা করেই দেখবে।
(আব্বাস টায়ারওয়ালার মূল ইংরেজি রচনাকে বাংলায় অনুবাদ করেছেন স্মৃতিলেখা চক্রবর্তী।)
মূল রচনা:- আব্বাস টায়ারওয়ালা (Abbas Tirewala)
অনুবাদ:- স্মৃতিলেখা চক্রবর্তী (Smritilekha Chakraborty)
The hardliner Islamic clergy has always been the reason why Muslims are hated everywhere. Hell, even I hate them for the idiocy they spout, the regressive attitudes they propagate and for not getting their heads out of their 700 AD arses.
In my case, since I was born into the community, I’m able to compartmentalise the disgust I feel towards them and the urge to spread awareness and instigate reform amongst the common Muslim. But how can I realistically expect others to do so? Why should they even bother?
The Clergy presumably speaks for the Community. And the Mullahs — too many of them to not lump them together — do still believe in a radical exclusivity. You’re either Muslim or you’re not, and if not, you’re inferior. A Kafir. You need to be converted and saved. Or else we’ll keep announcing what we believe will happen to you in the afterlife.
No one, not even the most moderate and secular Muslim, can deny that this is, and has always been, the official position of the clergy of most Jamats and, as a result, of millions of Muslims across the globe. This is the root of the problem. It’s not just Islamaphobia. It’s a reaction to Islamic dogma, phobias and paranoias. And it’s not going away anytime soon.
Remember, there were videos of ‘leaders‘ saying that this virus was Allah’s retribution. So when the Markaz tragedy happened, even my first reaction was a vicious relish in the irony. Why would a nation, scared and already politically primed for hating Muslims, not have a much more vitriolic reaction?
As long as the Mullahs speak for us, and speak medieval crap, no one cares about the ‘not all Muslims‘ argument. You can’t stand up to the haters outside if you’re not standing up to the peddlars of hatred within. Until a moderate, deeply secular and modern Muslim leadership emerges and relegates these antediluvian intellectual pygmies to the trashcan of the faith, we can’t expect there to be no ‘Us v/s Them‘ narrative.
Unless we stop being ‘Us‘, we will always be treated like ‘Them’.
https://m.facebook.com/story.php?story_fbid=10156987505601269&id=619491268