ফের ভূমিকম্প৷ এবার নিকোবর দ্বীপপুঞ্জে এই ভূমিকম্প হয়৷ সোমবার সকাল ৬.০৪ মিনিটে ৪.৮ ম্যাগনিটিউড তীব্রতায় কেঁপে ওঠে এই দ্বীপপুঞ্জ৷ বারবার কম্পনে আতঙ্ক কাটতে চাইছে না জনসাধারণের৷ সপ্তাহের শুরুতে ফের এই কম্পন৷ আতঙ্কে রাস্তায় নেমে আসে অনেকে৷ তবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে৷
গত ২৩ মার্চও কেঁপে ওঠে আন্দামান-নিকোবরে৷ রিখটার স্কেলে এর তীব্রতা ধরা পড়ে ৫.১ ম্যাগনিটিউড৷ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে ১২৯ কিলোমিটার দূরে কম্পনের উৎপত্তিস্থল ছিল বলে জানা গিয়েছে। হঠাত কম্পনে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে।
প্রসঙ্গত, চলতি মাসে এই নিয়ে কয়েক দফায় কেঁপে উঠল ভূমিকম্প। যদিও রিখটার স্কেলে সেগুলির কোনওটাই ৫ ছাড়ায়নি। তবে এদিন সেই মাত্রাও ছাড়িয়ে গিয়েছে। বারবার এই কম্পনে আন্দামানের মানুষের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে।