ভারতে করোনাভাইরাসে আক্রান্ত বেড়ে ২৯০২, মৃত্যু ৬৮ জনের: স্বাস্থ্য মন্ত্রক

লকডাউন চলছে। এর মধ্যেও দেশে করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। ইতিমধ্যেই ভারতে (India) কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ২৯০২ জন। শুধুমাত্র বিগত ১২ ঘন্টাতেই আক্রান্ত হয়েছেন ৩৫৫ জন। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, শনিবার সকাল ন’টা পর্যন্ত ভারতে আক্রান্তের সংখ্যা ২৯০২ জন। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৮। তবে আশার কথা, এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ১৮৩ জন


কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ৬৮ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh) একজনের মৃত্যু হয়েছে, বিহারে (Bihar) একজনের, দিল্লিতে (Delhi) ৬ জনের, গুজরাটে (Gujarat) ৯ জনের, হিমাচল প্রদেশে (Himachal Pradesh) একজনের, জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) দু’জনের, কর্ণাটকে (Karnataka) ৩ জন প্রাণ হারিয়েছেন, কেরলে (Kerala) দু’জন, মধ্যপ্রদেশে (Madhya Pradesh) ৬ জন, মহারাষ্ট্রে (Maharashtra) ১৯ জনের মৃত্যু হয়েছে, পঞ্জাবে (Punjab) ৫ জন, তামিলনাড়ুতে (Tamil Nadu) একজন, তেলেঙ্গানায় (Telangana) ৭ জন, উত্তর প্রদেশে (Uttar Pradesh) দু’জন এবং পশ্চিমবঙ্গে (West Bengal) ৩ জন প্রাণ হারিয়েছেন।


সর্বাধিক আক্রান্ত মহারাষ্ট্রে, তারপরই কেরল। মহারাষ্ট্রে (Maharashtra) আক্রান্তের সংখ্যা ৪২৩, কেরলে (Kerala) ২৯৫, কর্ণাটকে (Karnataka) সংক্রমিত ১২৮ জন। অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh) ১৬১ জন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে (Andaman and Nicobar Islands) ১০ জন, অরুণাচল প্রদেশে (Andhra Pradesh) একজন, অসমে ২৪ জন, বিহারে (Bihar) ২৯ জন, চন্ডীগড়ে (Chandigarh) ১৮ জন, দিল্লিতে (Delhi) ৩৮৬, গোয়ায় ৬ জন, গুজরাটে (Gujarat) ৯৫ জন, হরিয়ানায় (Haryana) ৪৯ জন, হিমাচল প্রদেশে (Himachal Pradesh) ৬ জন জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) ৭৫ জন, ঝাড়খণ্ডে (Jharkhand) দু’জন, লাদাখে ১৪ জন, মধ্যপ্রদেশে (Madhya Pradesh) ১০৪ জন, মণিপুরে দু’জন, মিজোরামে একজন, ওডিশায় ৫ জন, পুদুচেরিতে ৫ জন, পঞ্জাবে ৫৩ জন, রাজস্থানে ১৭৯ জন, তামিলনাড়ুতে ৩০৯ জন, তেলেঙ্গানায় ৪১১ জন, উত্তরাখণ্ডে ১৬ জন, উত্তর প্রদেশে ১৭৪ এবং পশ্চিমবঙ্গে ৬৩ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.