চিনের সাথে আর কোনও ব্যাবসায়িক চুক্তি করতে চায়না ভারত! সকল চিনা দ্রব্য বয়কট করতে চায় ভারতবাসী

ছলনার আশ্রয় নিয়ে ভারতের বাজারে আধিপত্য বিস্তারের চেষ্টা চীনের (China)
সারা বিশ্বে মারাত্মক করোনা ভাইরাস (Corona virus) ছড়িয়ে এখন ভালমানুষির মুখোশের পিছনে মুখ ঢাকছে চীন (China) তাই ভারতের বাজারে আর নয় চীনাদ্রব্য

ভারতের (India) বাজারে চীন (China) থেকে আসা কোনো দ্রব্যকেই আর স্থান দিতে চাইছেন না ভারত সরকার । ভয়ঙ্কর করোনা ভাইরাস কে সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে পৃথিবীজুড়ে মৃত্যর মিছিল ডেকে এনে এখন ভালো মানুষী দেখাচ্ছে চীন।

চীনের এতটাই নিম্নরুচিসম্পন্ন মনোভাব যে পৃথিবীর নানা দেশে যখন কোভিড-19 ভাইরাসে আক্রান্ত হয়ে হাজার হাজার মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ছেন তখন সেইসব দেশকে নিম্নমানের চিকিৎসা দ্রব্য বিক্রি করে অর্থ উপার্জন করছে চীন । বহু দেশ চীনের কূট চতুরতা বুঝতে পেরে এইসমস্ত চিকিৎসাদ্রব্য আবার চীনকে ফিরিতে দিচ্ছে ।

শুধু অন্যান্য দেশেই নয় এই কূটনৈতিক মনোভাব তারা ভারতের ওপরেও পোষণ করতে চাইছে । করোনা ভাইরাস আক্রান্ত এই প্রতিকূল সময় চীন চাইছে ভারতে তাঁদের পুরোনো ব্যবসা ফিরে পেতে। সেই কারণে তারা ছলনার আশ্রয় নিতেও কুন্ঠাবোধ করছে না । ভারতে করোনা ভাইরাস এখনও সাঙ্ঘাতিক আকার ধারণ করেনি। তবে এই কোভিড-19 ভাইরাস যদি ভারতে প্রবল আকার ধারণ করে, তাহলে ভারতে মাস্ক এবং ভেন্টিলেটরের সংকট দেখা দেবে। সেই সুযোগ কে কাজে লাগিয়ে চীন সরকার চাইছে ভারতের বাজারে তাঁদের তৈরি নানা দরকারি দ্রব্য রপ্তানি করে অর্থ উপার্জন করতে ।

কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী এই ব্যাপারে চীনকে কোনোভাবেই সমর্থন জানাননি । তিনি এ ব্যাপারে জানিয়েছেন যে ভারত অভ্যন্তরীণ সমস্যার ক্ষেত্রে কোন বৈদেশিক সাহায্য নিয়ে চায় না। তিনি আরো জানান কেরলে যখন বন্যা পরিস্থিতি দেখা দিয়েছিল, তখনও ভারত আরবের সাহায্য নিতে অস্বীকার করেছিল

তবুও চীন সরকার থামেনি । কূটনৈতিক মানসিকতায় ছলনার আশ্রয়ে চীন এক নতুন ফন্দি এঁটে, ভারতে তাঁদের দ্রব্য রপ্তানি করতে তৎপর হয়। চীনের রেড ক্রস সোসাইটির মারফত ভারতের রেড ক্রস সোসাইটির সাহায্য নিয়ে চীন ভারতে তাঁদের দ্রব্য রপ্তানি করতে চেয়েছিল। আর এর সাথেই চীন প্রমান করতে চেয়েছিল যে সে ভারতের দুঃসময়ে তাঁদের পাশে আছে।

এই ভালো মানুষীর মুখোশের পেছনে চীন চায় ভারতে লকডাউন অবস্থা শেষ হতেই যাতে চীনের দ্রব্যে ভারতের বাজার ছেয়ে যায়। তাহলে তারা আবার আগের মতো ভারতের বাজারে তাঁদের আধিপত্য বিস্তার করতে পারবে। পরবর্তীতে ভারতে যদি লকডাউনের সময়সীমা আরও বাড়ানো হয়, তাহলে মানুষ বাজার থেকে চীনা দ্রব্য আরও বেশি করে কিনবে, এটা ভেবে চীন তাঁদের দ্রব্য ভারতের বাজারে রপ্তানি করতে চেয়েছিল।

ভারতের করোনা পরিস্থিতিকে কাজে লাগিয়ে , এর সুযোগ নিয়ে চীন চাইছে ভারতে তাঁদের পুরনো আধিপত্য ফিরে পেতে। কিন্তু ভারত একদমই চীনকে সেই সুযোগ দিতে চাইছে না।এ প্রসঙ্গে ভারত সরকার পরিষ্কার জানায় এবার থেকে তারা নিজেদের দেশের বিভিন্ন কোম্পানির বানানো জিনিসের উপর জোর দেবে। যার ফলের দেশীয় পণ্য বাজারে থাকবে এবং দেশীয় কোম্পানিগুলো আরও শক্তিশালী হয়ে উঠবে। ভারতের বাজারে চীনের আধিপত্য বিস্তার আর চাইছে না ভারত সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.