করোনা ভাইরাসের সংক্রমণের অভিঘাতে বাংলায় যে রাজস্ব ঘাটতি তৈরি হয়েছে সে কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোলাখুলিই জানিয়েছেন। এ ব্যাপারে কেন্দ্রের থেকে তিনি যে আর্থিক প্যাকেজ চেয়েছেন তাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, চলতি আর্থিক বছরের বিপর্যয় মোকাবিলা খাতে প্রথম কিস্তির টাকা এদিন পশ্চিমবঙ্গে বরাদ্দ করা হয়েছে। বাংলার জন্য এই খাতে (বিপর্যয় মোকাবিলায় ত্রাণ তহবিল) বরাদ্দ করা হয়েছে ৫০৫ কোটি ৫০ লক্ষ টাকা। প্রসঙ্গত, সম্প্রতি বুলবুল ঘূর্ণিঝড়ের জন্য ক্ষতিপূরণের বকেয়া ১০৯৮ কোটি টাকা রাজ্যকে বরাদ্দ করেছে কেন্দ্র।