ভারতে মারণ করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর তৃতীয় ভাষণ। স্বাভাবিকভাবেই দেশবাসীর উন্মাদনা ছিল তুঙ্গে। ঘড়ির কাঁটায় সকাল ন’টা, জাতির উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অত্যন্ত সংক্ষিপ্ত বার্তায়, আগামী ৫ এপ্রিল, রবিবার রাত ন’টায় দেশবাসীর কাছে মাত্র ৯ মিনিট সময় চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর আবেদন, ৫ এপ্রিল, রবিবার রাত ন’টায় দেশবাসীর কাছে ৯ মিনিট সময় চাইছি। ওই ৯ মিনিট ঘরের সমস্ত আলো নিভিয়ে ফেলুন, ঘরের দরজায় অথবা ব্যালকনিতে দাঁড়িয়ে ৯ মিনিটের জন্য মোমবাতি, প্রদীপ, টর্চ অথবা মোবাইলের ফ্লাশলাইট জ্বালিয়ে রাখুন। এতে স্পষ্ট বুঝতে পারবেন, কেউ একা নন, আমরা সবাই এক সঙ্গে করোনার বিরুদ্ধে লড়ছি। দুনিয়ার কোনও শক্তি আমাদের হারাতে পারবে না। করোনার বিরুদ্ধে আমরা জিতবই।একইসঙ্গে দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর আবেদন, এই সময়ে কেউ কোথাও ভিড় করবেন না, রাস্তায়, গলিতে বা পাড়ায় বার হবেন না, বাড়িতেই থাকবেন। সামাজিক দূরত্ব কোনও মতেই যেন লঙ্ঘন না হয়।
2020-04-03