ভারতীয় (Indian) মুসলিম যুবক-যুবতীদের একাংশ ভারতে করোনা ভাইরাসের সংক্রমণকে সমর্থন জানিয়েছেন। সমর্থন জানিয়ে একাধিক ভিডিও পোস্ট করা হচ্ছে সামাজিক মাধ্যম টিকটকে। অনেকের আবার বক্তব্য যে করোনা ভাইরাস মুসলমানদের কিছুই করতে পারবে না। কারণ করোনা হলো আল্লাহের গজব। এটি হলো আল্লাহের NRC।
মুসলিম যুবক-যুবতীদের তৈরি করা একাধিক টিকটক ভিডিওতে করোনা ভাইরাসকে ভারতে সমর্থন জানানো হয়েছে। অনেক ভিডিওতে করোনা ভাইরাসকে বলা হচ্ছে আল্লাহের NRC। আল্লাহ এই ভাইরাস দিয়ে ঠিক করবে ভারতে কারা থাকবে, আর কারা থাকবে না। এমনকি অনেক ভিডিও তাবলীগ জামাতের প্রধান মহম্মদ সাদ-এর সমর্থনে বক্তব্য রেখেছেন। অনেকে আবার একে আল্লাহের গজব বলছেন। অনেকে আবার টিকটকে ভিডিওতে বলছেন যে ৩০০ টাকার মাস্ক না কিনে ৫০ টাকার ফেজটুপি পরে নামাজ পড়ুন, করোনা ভাইরাস দূরে থাকবে। অনেকে আবার তাবলীগ জামাতের বিরুদ্ধে মোদি সরকার ষড়যন্ত্র করছে, এমন প্রচারও করছেন। অনেকের মতে, এইসব ভিডিও থেকে মুসলিম যুবক-যুবতীদের ধর্মান্ধতা ও গোঁড়ামি প্রকাশ পেয়েছে।