করোনা(corona) নিয়ে দেশজুড়ে আতঙ্ক ও উদ্বেগ প্রতিমুহূর্তে বেড়েই চলেছে। আক্রান্তের সংখ্যাও যেমন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তেমন বাড়ছে মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে আগামীকাল আবার জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)। সকাল ন’টায় ভিডিও বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi ) ।
“বৃহস্পতিবার টুইটারে টুইট করে তিনি লিখেছেন আগামীকাল সকাল ৯ টায় দেশবাসীর উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা দেবো।”যদিও কি বিষয় তার এই বার্তা তা তিনি জানাননি।
তবে বৃহস্পতিবার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেছেন তিনি। লকডাউন(lockdown) ও তার পরবর্তী পরিস্থিতিতে কি ধরনের প্রস্তুতি রাখতে হবে তার পরামর্শ দেওয়া হয়েছে সেখানে।
এর আগে করোনা মোকাবিলায় গত ২৪ মার্চ মঙ্গলবার সারা দেশে তিন সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে কেন্দ্র সরকার। লক ডাউনের মধ্যে দেশের করণা(corona) আক্রান্তের সংখ্যা দু’হাজার ছুঁয়ে ফেলতে চলেছে। মৃতের সংখ্যা ৫০ বেরিয়েছি। এই অবস্থায় প্রধানমন্ত্রী কি বলবেন সে দিকেই নজর এখন সকলের।