দিল্লির মসজিদের জমায়েতেই এখন যেন গড়ে উঠেছে করোনার হট স্পট। নিজামুদ্দিন থেকে ফিরেই একেবারে ৫০ জনের শরীরে মিলল এই করোনা ভাইরাস। এবার এই খবর কানে যেতেই স্বাস্হ্য মন্ত্রক থেকে খোঁজ খবর চালানো হচ্ছে, কোন কোন রাজ্যের মানুষ সেখানে এসেছিল। এবং কোথায় কোথায় তারা গিয়েছিল। একেবারে এই জমায়েতই যেনো মানুষের মৃত্যু দূত হয়ে উঠেছে।
কারণ দেখা গেছে যেসব মানুষ জমায়েতে অংশ গ্রহণ করেছিল তাদের মধ্যে ৮২৪ জন বিদেশীও ছিল। আন্দামানে ১০ জন, কাশ্মীর ও তামিলনাড়ু মিলিয়ে ৫০ জন, তেলেঙ্গানাতে ৬ জন, দিল্লিতে ২৪ জন। এখন সব জায়গায় খোঁজ খবর নেওয়া হচ্ছে। এবার চিন্তার বিষয় পশ্চিম বঙ্গেও কারণ বাংলা থেকেও মানুষ সেই জমায়েতে অংশ গ্রহণ করেছিল। এবার তাদের চিহ্নিত করণের প্রক্রিয়া চলছে।
এই নিয়ে মমতা ব্যানার্জি লালবাজারে গিয়ে পুলিশের শীর্ষ আধিকারিক দের সাথে বৈঠক করেন। তাদের সাথে কথা বলেন, ও নিজামুদ্দিনের জমায়েত নিয়ে মানুষের চিহ্নিত করণ সম্পর্কেও আলোচনা করেন। তাছাড়া তাদের কোয়ারেনটাইন সম্পর্কেও আলোচনা করেন সে। এদিকে এই জমায়েত নিয়ে এখন সব রাজ্যের সরকার, দেশের সরকার চিন্তিত। কারণ এটাই দেশের করোনা ভাইরাসের ভয়াবহ আকার ধারণ করতে পারে। এদিকে মোট ২০০ জনের দেহে করোনার উপসর্গ দেখা যায়।
এদিকে আরো কয়েকজনের দেহে পাওয়া যায় করোনার উপসর্গ, তারা দিল্লি ও অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ,এমনটাই জানা যায়। এদিকে ২-৩ জন মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে, জমায়েতে অংশগ্রহণ করে। এখন স্বাস্হ্য মন্ত্রকের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ সবাইকে খুঁজে বের করা। কারা কারা সেই জমায়েতে অংশগ্রহণ করেছিল।