বিধাননগরের (Vidhan Nagar) প্রাক্তন মেয়র বিজেপি (BJP) নেতা সব্যসাচী দত্ত আেগর দিনের মতো মঙ্গলবার সকালে তাঁর বাড়ি থেকে বের হন দুঃস্থ মানুষদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দিতে। সেইসময় বিধাননগর (Vidhan Nagar) পূর্ব থানার পুলিশ তাঁর বাড়ির সামনে এসে তাঁকে বেরোতে বারণ করেন। সব্যসাচীবাবুর তরফে জানানো হয়, তিনি যে তিনি নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী, জিনিসপত্র তিনি দান করবেন তা বিধাননগর পুলিশ কমিশনারেটকে জানিয়েছিলেন। কিন্তু বিধাননগর কমিশনারেটে তরফ থেকে কোও উত্তর আসেনি। এরপর পুরো বিষয়টি তিনি জানান বিজেপির রাজ্য দিলীপ ঘোষকে। তিনি সঙ্গে সঙ্গে চলে আসেন সব্যসাচী দত্তের (Sabyasachi Dutt) বাড়িতে। দিলীপবাবুর সাথে পুলিশের বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হয়। এরপর সব্যসাচীবাবু পুলিশকে প্রস্তাব দেন, আইন মেনে, দূরত্ব বজায় রেখেই তিনি সাধারণ মানুষকে কাছে নিত্যপ্রয়োজনীয় জিনিস দেবেন। এরপর বিধাননগর পূর্ব থানার তরফ থেকে তাঁকে যেতে বলা হয় নিউটাউনে (Newtown) ডিসি (DC) অফিসে। তিনি সেখানে গিয়ে দরখাস্ত জমা দেন। এরপরেও পুলিশ কথা না শুনলে দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডার ফোনে কথা বলেন সব্যসাচী। নাড্ডা পরে অমিত শাহর (Amit Shah) সাথে কথা বলবে বলে জানান। পুলিশের অনুমতি না পাওয়ায় নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দিতে যেতে পারেননি সব্যসাচী দত্ত। অবশেষে তাঁর ওয়ার্ড অফিসে রেখে দেন খাদ্য সামগ্রী। এবং অনুমতি না পেয়ে শেষমেষ বাড়ি ফিরে যান সব্যসাচী দত্ত (Sabyasachi Dutt) ।
2020-03-31