মৃত্যু ও সংক্রমণ কোনওমতেই থামছে না। করোনায় (Corona) বিশ্ব জুড়ে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। আর তার ফলে মৃত্যুর সংখ্যাও পাল্লা দিয়ে বাড়ছে দুনিয়া জুড়ে। গোটা বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ইতিমধ্যেই সাড়ে ৩৭ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছে। সংক্রমিত কমপক্ষে ৭৮২,৩০০ জন। করোনার প্রকোপে এই মুহূর্তে পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক আমেরিকা (America) , ইতালিতে (Italy)।
৩১ মার্চ সকাল পর্যন্ত, জোন্স হোপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্য অনুযায়ী, গোটা বিশ্বে কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা ৭৮২,৩০০ জন। মৃতের সংখ্যা ৩৭,৫৮২ জন। সবচেয়ে খারাপ অবস্থা আমেরিকা এবং ইতালিতে। আমেরিকায় মৃত্যু হয়েছে ২,৯৭৮ জনের। ইতালিতে মৃতের সংখ্যা ১১,৫৯১।
2020-03-31