করোনা ভাইরাসের (Corona virus) মোকাবিলায় দিনরাত এক করে কাজ করছে ভারত (India)। দিন দিন বাড়ছে চীনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। এমন পরিস্থিতিতে ডাক্তার ও নার্সরা বিপদের মুখে। কারণ আক্রান্তদের চিকিৎসা করতে গিয়ে নিজেদেরও আক্রান্ত হওয়ার হওয়ার সম্ভাবনা থেকে যায়। এমন পরিস্থিতিতে এগিয়ে এলো DRDO(Defense Research and Development organisation)। এই সংস্থা ডাক্তার এবং স্বাস্থ্য কর্মীদের জন্য তৈরি করলো বিশেষ বডি সুট। এছাড়াও সংস্থা তৈরি করেছে উন্নত ধরণের মাস্ক, হ্যান্ড সানিটাইজার ও ভেন্টিলেটর।
জানা গিয়েছে, DRDO-এর তৈরি বডি সুট করোনা মোকাবিলায় বিশেষ কার্যকরী। এই বডি সুট ধোয়া যাবে এবং শুকিয়ে নেওয়ার পরে আবার ব্যবহার করা যাবে। ইতিমধ্যে বিভিন্ন হাসপাতালে এর পরীক্ষা হয়েছে এবং বিশেষজ্ঞ ডাক্তারদের প্রশংসাও কুড়িয়েছে এই বিশেষ বডি সুট। এছাড়াও, DRDO তৈরি করেছে বিশেষ N99 মাস্ক, যা N95 মাস্কের থেকে অনেক বেশি কার্যকরী। এছাড়াও, হাসপাতালে ভেন্টিলেটর-এর অভাব মেটাতে দিনরাত কাজ করে চলেছে DRDO-এর গবেষকরা। ইতোমধ্যেই কয়েকশ ভেন্টিলেটর বিভিন্ন হাসপাতালে সরবরাহ করেছে সংস্থাটি। শুধু প্রতিরক্ষা সরঞ্জাম নয়, তাদের গবেষকরা চিকিৎসা সরঞ্জাম তৈরিতেও বিশেষ দক্ষ, এটাই প্রমান করলো DRDO।