শুক্রবার ভারতে রেকর্ড বেড়েছে করোনাভাইরাস (Coronavirus) আক্রান্তের সংখ্যা। এদিন আক্রান্ত হয়েছেন ১৪৯ জন। শনিবার কোভিড ১৯ (COVID 19) মোকাবিলায় ৫০০ কোটি টাকা দিল টাটা ট্রাস্ট। একইসঙ্গে টাটা সনস দিচ্ছে আরও ১ হাজার কোটী টাকা। সব মিলিয়ে ভারতে কোভিড ১৯ (COVID 19) মোকাবিলায় দেড় হাজার কোটি টাকা দিচ্ছে টাটা গোষ্ঠী। এদিন টাটা সনসের পক্ষ থেকে বিবৃতি দেন সংস্থার চেয়ারম্যান এন চন্দ্রশেখরন (Chandrasekaran)। তিনি বলেন, বিশ্ব জুড়ে যেভাবে কোভিড ১৯ (COVID 19) ছড়িয়ে পড়েছে তা খুবই উদ্বেগজনক। এই পরিস্থিতির মোকাবিলায় আমাদের যথাসাধ্য চেষ্টা করতে হবে।
একইসঙ্গে চন্দ্রশেখরন (Chandrasekaran) জানিয়েছেন, তাঁরা টাটা ট্রাস্টের সঙ্গে যৌথভাবে কাজ করবেন। আপাতত তাঁরা বিদেশ থেকে ভেন্টিলেটর আনতে চান। পরে যাতে এদেশেই ভেন্টিলেটর তৈরি করা যায়, তারও চেষ্টা করবেন।
টাটা সনসের চেয়ারম্যান এমেরিটাস রতন টাটা এদিন টুইট করে বলেন, “মানবজাতি এখনও পর্যন্ত সবচেয়ে কঠিন যে চ্যালেঞ্জগুলি মোকাবিলা করেছে, তার অন্যতম হল কোভিড ১৯ (COVID 19) । অতীতে টাটা ট্রাস্ট (Tata Trust) ও টাটা গ্রুপের বিভিন্ন কোম্পানি দেশের প্রয়োজনে সাড়া দিয়েছে।”
The COVID 19 crisis is one of the toughest challenges we will face as a race. The Tata Trusts and the Tata group companies have in the past risen to the needs of the nation. At this moment, the need of the hour is greater than any other time.
করোনা সন্ত্রাসে এখন বিশ্বে প্রায় এক তৃতীয়াংশ মানুষ গৃহবন্দি। চিনের পরেই করোনা মহামারী মারাত্মক রূপ নিয়েছে ইতালিতে। দোকান-বাজার, রেস্তোরাঁ-বার, স্কুল-কলেজ গোটা ভ্যাটিকানই স্তব্ধ, জনমানবশূন্য। প্রায় ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে সংক্রমণ। হাসপাতালে বাড়ছে ভিড়, মর্গে জমছে লাশের স্তূপ। শেষকৃত্য করার লোক নেই। শহরের বাইরে নিয়ে গিয়ে দেহ পুড়িয়ে ফেলছেন সেনাকর্মীরা।
ইতালির পরেই করোনা মহামারী স্পেনে (Spain)। সংক্রামিতের সংখ্যা টপকে গেছে চিনকেও (China)। কোভিড-১৯ (COVID 19) -এর জেরে স্পেনে লকডাউন ১১ দিনে পড়েছে। ।
জার্মানির (Germany) অবস্থাও সঙ্কটময়। জাপানে কিছু দিন আগে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও টোকিয়োর গভর্নর ইউরিকো কোইকে বলেছেন সেখানে নতুন আক্রান্ত ৪৫ জন। সংক্রামিত হাজারের উপরে।
ইরানেও (Iran) পরিস্থিতি ক্রমশই জটিল হচ্ছে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ইরানের কূটনীতিক ও সিরিয়ায় নিযুক্ত ইরানের প্রাক্তন রাষ্ট্রদূত হোসেইন শাইখল ইসলাম। এর আগে সংক্রমণে মারা যান মারা যান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খোমেইনির শীর্ষ উপদেষ্টা মহম্মদ মীর মহম্মদী। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, ইরানি (Iranian) পার্লামেন্টের প্রায় ৮ শতাংশ সদস্য করোনায় আক্রান্ত। ইরানের সরকারি কর্মকর্তাদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং পার্লামেন্ট অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করা হয়েছে।
করোনার কোপে রাশিয়ায় পিছিয়ে গেছে ভোট।
করোনা কাঁটায় বিদ্ধ পাকিস্তানও (Pakistan)। সংক্রামিতের সংখ্যা ছাড়িয়েছে ১০০০। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ সিন্ধু প্রদেশ। হুহু করে সংক্রমণ ছড়াচ্ছে খাইবার পাখতুনখোয়া, পঞ্জাবেও। সঙ্কটের মুখেও লকডাউনের পথে যেতে রাজি নয় ইমরান খানের সরকার। সূত্রের খবর, আন্তর্জাতিক ও অন্তর্দেশীয় উড়ান বন্ধ করা হয়েছে, তবে সামাজিক মেলামেশায় লাগাম পরানো হয়নি।