করোনা ভাইরাসের (Corona virus) ছড়িয়ে পড়া রুখতে দেশে লক ডাউন (Lock down) ঘোষণা করা হয়েছে। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে জমায়েতের ওপর। এমতবস্থায় বিশ্ব হিন্দু পরিষদ রাম নবমীর অনুষ্ঠান ও শোভাযাত্রা বাতিল করেছে। কিন্তু নিজেদের সামাজিক কর্তব্যকে মাথায় রেখে রাম নবমীর জন্য সংগৃহীত অর্থে দরিদ্রদের হাতে খাবার তুলে দিলো বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। ঘটনা রানীগঞ্জের।
অনুষ্ঠানের জন্য সংগৃহীত অর্থ সাহায্যে দরিদ্রদের মধ্যে খাবার বিতরণের উদ্যোগ নেন বিশ্ব হিন্দু পরিষদ সদস্যরা। সেই মতো শুরু হয় কাজ। সদস্যরা খাবার, মিষ্টি তৈরি করেন। তারপর সেই খাবারের প্যাকেট তৈরি করে বেরিয়ে পড়েন রাস্তায়। যেসব মানুষরা ভিক্ষা করে দিন গুজরান করেন, যারা দরিদ্র তাদের খুঁজে খুঁজে খাবারের প্যাকেট তুলে দেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। তবে খাবার প্যাকেট দেওয়ার আগে হাত ধোয়ানোর জন্য হ্যান্ড ওয়াশ (Hand wash) নিতে ভোলেননি তাঁরা। হাত ধুইয়ে খাবারের প্যাকেট তুলে দিলেন ক্ষুধার্ত মানুষগুলির হাতে। খাবার প্যাকেট পেয়ে কেউ দিলেন আশীর্বাদ, আবার কারওর মুখে ফুটে উঠলো হাসি।