মারণ করোনাভাইরাসের (Coronavirus) প্রকোপ থেকে দেশবাসীকে সুরক্ষিত রাখার জন্য দেশজুড়ে লাগু করা হয়েছে লকডাউন (Lockdown)। লকডাউনের জেরে বন্ধ কাজ, তাই মিনি-ট্রাকে চেপে তেলেঙ্গানা (Telangana) থেকে কর্ণাটকের (Karnataka) রাইচুর (Raichur) জেলায় নিজ নিজ বাড়িতে ফিরছিলেন কমপক্ষে ৩০ জন সড়ক নির্মাণ কর্মী ও শ্রমিক। পথেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। শুক্রবার রাতে তেলেঙ্গানার শামশাবাদ থানার অন্তর্গত আউটার রোডে মিনি-ট্রাক এবং লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ৫ জন শ্রমিক। এছাড়াও আরও ৬ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
শামশাবাদ (Shamshabad) গ্রামীণ থানার সার্কেল ইন্সপেক্টর আর ভেঙ্কটেশ জানিয়েছেন, শুক্রবার রাতে শামশাবাদে লরি এবং মিনি-ট্রাকের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ৫ জন এবং ৬ জন গুরুতর আহত হয়েছেন। মিনি-ট্রাকে কমপক্ষে ৩০ জন ছিলেন, তাঁরা করোনাভাইরাস-লকডাউনের জন্য কর্ণাটকের (Karnataka) রাইচুর (Raichur) যাচ্ছিলেন। সার্কেল ইন্সপেক্টর আরও জানিয়েছেন, মিনি-ট্রাকের যাত্রীরা পেশায় সড়ক নির্মাণ কর্মী ও শ্রমিক। তেলেঙ্গানার সূর্যপেট থেকে কর্ণাটকের রাইচুর জেলায় নিজেদের বাড়িতে ফিরছিলেন তাঁরা।