একটা সময় রবিবার সকালে গোটা দেশের রাস্তাঘাট ফাঁকা হয়ে যেত। সেই সময় চায়ের দোকানে আড্ডা দেওয়ার লোকও পাওয়া যেত না। গোটা দেশ তখন দূরদর্শনে রাম-রাবণের যুদ্ধে মশগুল ছিলেন। রামানন্দ সাগরের সেই রামায়ণ ফের সম্প্রচার করবে দূরদর্শন।
১৯৮৭-৮৮ সালে সম্প্রচারিত হয়েছিল রামায়ণ। তখন পাঁচ থেকে ৯৫ বছরের সবাই রামানন্দ সাগরের রামায়ণ দেখতে রবিবার সকালে টিভির সামনে বসে পড়তেন। সেই নস্টালজিয়া ফের ফিরে আসছে। এই শনিবার থেকেই ফের পুনঃসম্প্রচার হবে পুরনো সেই রামায়ণের। আজ শুক্রবার টুইট করে এই ঘোষণা করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভড়েকর।
মঙ্গলবার সন্ধ্যায় গোটা দেশ ২১ দিনের জন্য লক ডাউন (Lock down) ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরই রামায়ণ, মহাভারত ফের দেখানোর দাবিও উঠতে থাকে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। দেশের মানুষ দাবি করেন লকডাউনের এই সময়ে ফের রামানন্দ সাগরের রামায়ণ ও বি আর চোপড়ার মহাভারত ফিরিয়ে আনা হোক।
শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী শ্রী প্রকাশ জাভরেকর (Shri Prakash Javarekar) টুইট করে জানান, দর্শকের অনুরোধেই শনিবার থেকে দূরদর্শনের পর্দায় ফিরছে রমানন্দ সাগরের ‛রামায়ণ’ (Ramayana)।
দু-দিন আগে প্রসার ভারতীত সিইও শশী শেখর জানিয়েছিলেন, তারা এই বিষয়টির উপর কাজ করছেন। এখন প্রসার ভারতীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামীকাল অর্থাৎ ২৮শে মার্চ থেকে দুরদর্শনে (Doordarshan) রামায়ণ ধারাবাহিকভাবে সম্প্রচার করা হবে।
ডিডি ভারতী ও ডিডি ন্যাশনাল চ্যানেলে দেখানো হবে মানুষের সব থেকে প্রিয় ধারাবাহিক রামায়ণ, সার্কাস, ব্যোমকেশ বক্সী সহ মোট ছটি সিরিয়াল।
এক সময়ে শাহরুখ খান অভিনীত সিরিয়াল ‘সার্কাস’ মানুষের পছন্দের তালিকায় ছিল। একই রকম জনপ্রিয়তা পেয়েছিল ব্যোমকেশ বক্সী সিরিয়ালটিও। এই তিনটি সিরিয়াল ডিডি ন্যাশনালে দেখানো হবে। এছাড়া ডিডি ভারতীতে দেখানো হবে মহাভারত, চাণক্য এবং উপনিষদ গঙ্গা ধারাবাহিক তিনটি। তবে এখনও সময় জানানো হয়নি। রামায়ণ শনিবার থেকেই দিনে দুবার দেখানো হবে। লকডাউনের সময়ে এই ধারাবাহিকগুলো মানুষকে কিছুটা হলেও মন ভাল রাখতে সাহায্য করবে।
১৯৮৮ সালে রামায়ণের সম্প্রচার শেষ হওয়ার পর রবিবার সকালেই শুরু হয় মহাভারত। তখন দূরদর্শনই ছিল দেশে একমাত্র চ্যানেল, আর বেশির ভাগ ঘরে টিভি না থাকায় গোটা পরিবার, পাড়া-প্রতিবেশিরা মিলে এক জায়গায় বসে রামায়ণ, মহাভারত দেখেছেন দেশবাসী।
এখন বিনোদনের নানান মাধ্যম থাকলেও এখন যাঁরা যুবক বা প্রৌঢ়-বৃদ্ধা তাঁরা সেই নস্টালজিয়া ভুলতে পারেননি। পরে আরও কয়েকটি সংস্থা রামায়ণ বা মহাভারত তৈরি করলেও পুরনোগুলির কথা আজও ভোলেননি ‘দূরদর্শনের দর্শকরা’। এমনকি তাঁদের কাছে ৩৩ বছর আগের সেই রাম (অরুণ গোভিল) সীতা (দীপিকা চিখালি) লক্ষ্মণ (সুনীল লাহিড়ি)-র বয়স বাড়েনি। তাঁরা যেন সেখানেই থেমে রয়েছেন।
মানুষের দাবি মেনে তাই ফের রামানন্দ সাগরের রামায়ণ ফিরিয়ে আনার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী। আজ শুক্রবার সকালে তিনি টুইটারে জানান, ‘‘আগামিকাল শনিবার ডিডি ন্যাশনালে ফের শুরু হচ্ছে রামায়ণের সম্প্রচার এবং ডিডি ভারতীতে শুরু হচ্ছে মহাভারতের সম্প্রচার। দিনে দুবার এক ঘন্টা করে মোট দুই ঘন্টা দেখা যাবে এই ধারাবাহিক। রামায়ণের একটি পর্ব(episode) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত এবং আর একটি পর্ব রাত্রি ৯টা থেকে ১০টা পর্যন্ত দেখা যাবে। ডিডি ভারতীতে দুপুর ১২ টা এবং সন্ধ্যা ৭ টায় মহাভারত সম্প্রচার হবে’’। তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী প্রকাশ জাভরেকর (Shri Prakash Javarekar) আজ এই কথা ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় রামায়ণ, মহাভারত ট্রেন্ডিং করেতও শুরু করে।