সংস্কৃতি জগতের অপূরণীয় ক্ষতি! প্রয়াত চিত্রশিল্পী সতীশ গুজরাল

ভারতীয় সংস্কৃতি (Indian culture) জগতের অপূরণীয় ক্ষতি হয়ে গেল! প্রয়াত হলেন ভারতের অন্যতম বিখ্যাত চিত্রশিল্পী ও স্থপতি সতীশ গুজরাল (Satish Gujral)। বৃহস্পতিবার রাতে দিল্লিতে (Delhi) জীবনাবসান হয়েছে প্রখ্যাত শিল্পী ও স্থপতি সতীশ গুজরালের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। শুক্রবার আর্ট ওয়ার্ল্ড ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন সতীশ গুজরাল। বৃহস্পতিবার রাতে জীবনাবসান হয়েছে তাঁর।


১৯৯৯ সালে পদ্মবিভূষণে (Padma Vibhushan) ভূষিত সতীশ গুজরাল (Satish Gujral) একজন স্থপতি ও চিত্রশিল্পীর পাশাপাশি ম্যুরালিস্ট, পেইন্টার, আর্কিটেক্ট এবং ডিজাইনার ছিলেন। কবিতা প্রেমীও ছিলেন সতীশ গুজরাল। দিল্লি হাইকোর্টের বিখ্যাত অ্যালফাবেট ম্যুরালটি গুজরালেরই তৈরি। এমনকি রাজধানীতে বেলজিয়ান এমব্যাসিও তাঁর ভাবনায় রূপ পেয়েছে।


১৯২৫ সালে অবিভক্ত পঞ্জাব (Punjab) প্রদেশের ঝেলুমে জন্মগ্রহণ করেছিলেন সতীশ গুজরাল (Satish Gujral) । সতীশ গুজরালের (Satish Gujral) দাদা ছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দর কুমার গুজরাল। তাঁর স্ত্রী কিরণ, ছেলে মোহিত, পুত্রবধূ ফিরোজ এবং নাতি-নাতনিরা বর্তমান। ভারত-পাকিস্তান ভাগের সময়ে শিমলা চলে আসেন সতীশ। সেখানে থাকাকালীনই নিজেকে ধীরে ধীরে গড়ে তোলেন চিত্রশিল্পী হিসেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.