আপাতত তিন মাস ইএমআই (EMI) পেমেন্টের ওপর মোরাটোরিয়াম ঘোষণা করল রিজার্ভ ব্যাংক। শুক্রবার সকাল ১০টায় সাংবাদিক বৈঠক করেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস (Shaktikanta Das)। সেই সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করেন তিনি। এদিন জানানো হয়, বাড়ি, গাড়ি, ব্যবসার ঋণের জন্য যে সহজ মাসিক কিস্তি দিতে হয় তা আগামী তিন মাস স্থগিত রাখা হল। একই সঙ্গে বাজারে টাকার জোগান বাড়াতে রেপো রেট এক ধাক্কায় ৭৫ বেসিস পয়েন্ট কমিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক। এর ফলে গাড়ি, বাড়ি, ব্যবসার জন্য ঋণের উপর সুদের হার কমবে বলেই মনে করা হচ্ছে।
এদিন শক্তিকান্ত দাস বলেন, “করোনা ভাইরাসের সংক্রমণ গোটা বিশ্বে মন্দার পরিস্থিতি অনিবার্য করে তুলেছে। ভারতও সেই ছোঁয়াচ এড়াতে পারবে না। এর প্রভাব ঘরোয়া অর্থনীতিতেও পড়তে বাধ্য। সেই কারণেই রিজার্ভ ব্যাঙ্কের মনিটরি পলিসি কমিটি স্থির করেছে বাজারে অর্থের যোগান বাড়ানোর যথাসাধ্য চেষ্টা করা হবে। সেই সঙ্গে ঋণের টাকা ফেরতের শর্ত কিছুটা শিথিল করা হবে। যাতে কার্যকরী মূলধনের অভাব না হয়।” তিনি আরও বলেন, “রিজার্ভ ব্যাঙ্ক এদিন যে সব পদক্ষেপ করেছে তাতে বাজারে ৩ লক্ষ ৭৪ হাজার কোটি টাকার জোগান বাড়বে বলেই আশা করা হচ্ছে।”