এরাজ্যে পঞ্চায়েত নির্বাচনের অভিজ্ঞতা তেমন ভালো নয়। মাত্রাতিরিক্ত হিংসার ঘটনার সাক্ষী পশ্চিমবাংলার ভোটাররা। আর তা নিয়ে একাধিক অভিযোগও জমা পড়েছে কমিশনের কাছে। তাই লোকসভা নির্বাচন কমিশনের কড়া নজরে রয়েছে বাংলার লোকসভা কেন্দ্র গুলি।
সেই কারণেই রাজ্যের ৬টি কেন্দ্রে বাড়তি নজর দিচ্ছে কমিশন। আসানসোল, রানাঘাট, মুর্শিদাবাদ, রায়গঞ্জ, শ্রীরামপুর ও কলকাতা উত্তর কেন্দ্রের ওপর বিশেষ নজর রাখছে নির্বাচন কমিশন। সূত্রের খবর বিশেষভাবে চিহ্নিত করা এই কেন্দ্রগুলিতে প্রতিটিতেই থাকবেন একজন করে পুলিশ অবজারভার।
এছাড়া রাজ্যের বাকি ৩৬ কেন্দ্রের দায়িত্বে থাকবেন ১৮ জন অবজারভার। অর্থাৎ একেক জন অবজারভারের দায়িত্ব থাকছে দুটি করে কেন্দ্র। কমিশন জানিয়েছে বাংলায় মোট ২৪ জন পুলিশ অবজারভার নিয়োগ করা হয়েছে। তবে এই ২৪ জনের সঙ্গে থাকবেন আরও ৪৭ জন জেনারেল অবজারভার।
আলাদা করে জেনারেল অবজারভার নিয়োগ করা হবে দার্জিলিং সহ পাহাড়ি এলাকার কেন্দ্রগুলিতে। এছাড়া আলাদা করে আরো একজন জেনারেল অবজারভার থাকবে ঝাড়গ্রাম এর কেন্দ্রের জন্যেও।
আইনশৃঙ্খলা সংক্রান্ত রিপোর্ট দেখার পরই এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এই ধরনের কেন্দ্রের সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।