করোনা আটকাতে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া দ্বিতীয় ভাষনে ২১ দিন ঘরবন্দি থাকার আবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২১ দিন দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছেন তিনি। একই সঙ্গে জানিয়ে দিয়েছেন নিত্যপ্রয়োজনীয় জিনিস সরবরাহের জন্য e-commerce প্লাটফর্ম গুলো লকডাউন আওতায় বাইরে রাখা হচ্ছে। কিন্তু তারপরেও কোনো ঝুঁকি নিতে চাইল না বেশকয়েকটি অনলাইন ডেলিভারি সংস্থা। যেমন ফ্লিপকার্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছে লকডাউনের ২১ দিন জিনিসপত্র ডেলিভারি দেওয়া সম্পূর্ণ বন্ধ রাখবে তারা। একইভাবে পরিষেবা বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করেছে ডেলিভারি সংস্থা গ্রোফার্স ও বিগবাস্কেট।
ফ্লিপকার্টের তরফে জানানো হয়েছে, তারা তাদের ডেলিভারি এক্সিকিউটিভদের সুরক্ষার ব্যাপারে দায়বদ্ধ। তাই এই পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে তারা তাদের রাস্তায় নামাতে পারবেন না। তাই কর্মীদের আপাতত বাড়িতে থাকার নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ। লকডাউন উঠলে ডেলিভারি চেনকে দ্রুত সাজিয়ে ফেলা হবে।
এদিকে গ্রোফার্স নামে অনলাইন সংস্থাটি চাল, ডাল, তেল, নুন, আটার মত মুদিখানা জিনিস ডেলিভারি করে। তারাও পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে বিগ বাস্কেটের এক শীর্ষ আদিকারি সংবাদমাধ্যমকে জানিয়েছেন “জরুরী পরিষেবার অংশ হিসেবে আমরা চেয়েছিলাম ডেলিভারি করতে। সেই কাজ চলছিল। কিন্তু স্থানীয় প্রশাসনের বাধার মুখে পরায় আপাতত ২১ দিন কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা।”
তবে আমাজনে এখনো পর্যন্ত তাদের পরিষেবা পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়নি। তবে ক্রেতাদের তারা জানিয়ে দিচ্ছে ডেলিভারি পেতে তাদের দেরি হতে পারে। এমনকি কখনও কখনও বাতিল হতে পারে অর্ডার। অর্থাৎ লকডাউনে এবার তালা পড়া শুরু হল অনলাইনেও।