আজ রাত ১২ টা থেকে টানা ২১ দিন লকডাউনের সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, করোনা মোকাবেলার জন্য সামাজিক দূরত্বই একমাত্র পথ। আজ রাত ১২ টার পর থেকে টানা ২১ দিন বাড়ির বাইরে বেরোনো যাবেনা। এই লকডাউন চলাকালীন জরুরি পরিষেবা, অত্যাবশ্যকীয় পণ্যে ছার দেওয়া হবে।
তিনি আরও বলেন, আমরা যদি ২১ দিন ধরে লকডাউন পালন করতে না পারি, তবে আমরা ২১ বছর পিছিয়ে যাব। যা কিছুই হোক এই ২১ দিন কেউ যেন বাড়ির বাইরে না বেরোন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ না খাওয়ার পরামর্শ দেন তিনি। গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে।
এখনও পর্যন্ত গোটা বিশ্বে প্রায় ৪ লক্ষ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন ১৭ হাজারের উপরে। ভারতে এখনও পর্যন্ত ৫০০ এর উপরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ৯ জন আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে ১ জনের।