আজ রায়গঞ্জ শহরে প্রচার শুরু করলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। সকাল বেলাতেই দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে রায়গঞ্জ শহরের দেবীনগর বাজারে গিয়ে ক্রেতা বিক্রেতাদের কাছে ভোট প্রার্থনা করলেন বিজেপি প্রার্থী।
আগামী ১৮ এপ্রিল রায়গঞ্জ লোকসভা নির্বাচনের ভোটগ্রহনের দিন৷ লোকসভা এলাকার বিভিন্ন প্রান্তে প্রচারে ছুটে চলেছেন সব রাজনৈতিক দলের প্রার্থীরা। গতকাল হেমতাবাদ বিধানসভা এলাকার বিভিন্ন গ্রামে প্রচার চালানোর পর আজ রায়গঞ্জ শহরের বিভিন্ন বাজারে প্রচার করলেন দেবশ্রী চৌধুরী। সকাল বেলাতেই দেবীনগর এলাকায় দলীয় এক কর্মীর বাড়িতে চা পান করার পর কর্মী সমর্থকদের নিয়ে ঢুকে পড়েন দেবীনগর বাজারে।
বাজারের সব্জী বিক্রেতা থেকে মুদীখানা দোকান কিংবা বাজারে বসা মুচির সাথেও দেখা করে তাদের কাছে এবারে তাকে ভোট দেওয়ার জন্য আবেদন করলেন। কথা বলেন বাজারে আসা মানুষজনের সাথে। দেবীনগর বাজারে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর প্রচারে বাপক সাড়া মিলেছে। প্রার্থীকে ঘিরে সাধারন মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
দেবশ্রী চৌধুরী বলেন, হতাশার জন্য যারা যারা বলেছে আমি বহিরাগত, বাইরের লোক তারা এখন বুঝতে পারছে মানুষ আমাকে কিভাবে দেখছে। এই জেলায় বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত আছি ১৮-১৯ বছর ধরে। সেই জন্য মানুষ আমাকে চেনে জানে ভালোবাসে।