লকডাউনকে উপেক্ষা! ২৫৫ জন আইন লঙ্ঘনকারী ধৃত কলকাতায়

কোভিড-১৯ নভেল করোনাভাইরাসের (Coronavirus) সংক্রমণ রুখতে ২৩ মার্চ বিকেল পাঁচটা থেকে আগামী শুক্রবার মধ্যরাত পর্যন্ত কলকাতা-সহ গোটা রাজ্যে লাগু করা হয়েছে লকডাউন। কলকাতা (Kolkata) -সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে কড়া নজরদারি, জরুরি পরিষেবা এবং অত্যাবশ্যকীয় পণ্য সংক্রান্ত না হলে খতিয়ে দেখা হচ্ছে প্রত্যেকটি গাড়ি। অত্যন্ত জরুরি দরকার ছাড়া আইন ভেঙে অযথা পথে নামলেই কড়া পদক্ষেপ করছে কলকাতা এবং রাজ্য পুলিশ। লকডাউনকে উপেক্ষা করায় এবং আইন লঙ্ঘনের অভিযোগে ইতিমধ্যেই ২৫৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কলকাতার পুলিশ সুপার অনুজ শর্মা টুইট করে জানিয়েছেন, আইন ভাঙার দায়ে গ্রেফতার করা হয়েছে ২৫৫ জনকে। একইসঙ্গে জনগণের কাছে ঘরে থাকার আবেদন করেছেন অনুজ শর্মা (Anuj Sharma)।


রাজ্য সরকারি বিজ্ঞপ্তিতে অবশ্য ‘লকডাউন’ শব্দটি উল্লেখ করা হয়নি। উল্লেখ করা হয়েছে, করোনাভাইরাসে সংক্রমণ ঠেকাতে ‘সার্বিক সুরক্ষা বিধিনিষেধ’ চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কলকাতা পুর এলাকা, উত্তর দিনাজপুর, মালদহ, নদিয়া, মুর্শিদাবাদ, হাওড়া, পশ্চিম বর্ধমানে পুরোপুরি এবং বাছাই করা জেলা শহরে এই ‘লকডাউন২৩ মার্চ বিকেল পাঁচটা থেকে ২৭ মার্চ মধ্যরাত পর্যন্ত কার্যকর থাকবে। সল্টলেক, নিউ টাউন (New Town)-সহ উত্তর ২৪ পরগনার সমস্ত পুর-শহরেও একই নিষেধাজ্ঞা বহাল থাকছে


লকডাউনের প্রথম দিনই, মঙ্গলবার স্তব্ধ কলকাতা-সহ কার্যত গোটা রাজ্য। জনহীন মহানগরীর রাস্তাঘাট। তবে, কলকাতা (Kolkata) -সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে লকডাউনকে উপেক্ষা করেই নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে বাড়ি থেকে বেরিয়ে পড়েন মানুষজন। মঙ্গলবার সকালেও বাজার-দোকান খোলা থাকতে দেখা যায় কলকাতা (Kolkata) -সহ রাজ্যের সর্বত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.