করোনাভাইরাসে (Coronavirus) সংক্রমিত হয়ে ভারতে মৃত্যু বেড়েই চলেছে। মুম্বইতে (Mumbai) ফের করোনাভাইরাসের বলি হলেন একজন বৃদ্ধ। সোমবার মুম্বইয়ের কস্তুরবা হাসপাতালে প্রাণ হারিয়েছেন বছর ৬৫-র একজন রোগী। তিনি সংযুক্ত আরব আমিরশাহীর নাগরিক। মহারাষ্ট্র স্বাস্থ্য দফতর সূত্রের খবর, মুম্বইয়ের কস্তুরবা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বছর ৬৫-র একজন রোগী। করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন তিনি। সোমবার মৃত্যু হয়েছে সংযুক্ত আরব আমিরশাহীর নাগরিক ওই রোগীর। সংযুক্ত আরব আমিরশাহী থেকে মুম্বইয়ে এসেছিলেন তিনি।
ভারতের অন্যান্য রাজ্যের তুলমায় মহারাষ্ট্রের সবচেয়ে খারাপ অবস্থা। মহারাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন আরও ৪ জন। নতুন করে ৪ জন সংক্রমিত হওয়ার পর মহারাষ্ট্রে কোভিড-১৯ মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০১-তে পৌঁছেছে। নতুন করে আক্রান্ত ৪ জনের মধ্যে ৩ জন আক্রান্ত হয়েছেন পুণে-তে এবং একজন সংক্রমিত হয়েছেন সাতারায়।
গোটা দেশের মধ্যে মহারাষ্ট্রেই সবচেয়ে বেশি করোনা আক্রান্ত। মঙ্গলবার মহারাষ্ট্র স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যে মোট ১০১ জন করোনাভাইরাসে (Coronavirus) সংক্রমিত হয়েছেন। পুণে-তে নতুন করে ৩ জন সংক্রমিত হয়েছেন এবং সাতারায় একজন।