করোনাভাইরাসের (Coronavirus) প্রকোপ দিন দিন ক্রমশই বাড়ছে ভারতে (India)। করোনা-সংক্রমণ রুখতে ৩০টি রাজ্য/কেন্দ্রীয় শাসিত অঞ্চলের ৫৪৮টি জেলায় লোকডাউন ঘোষণা করা হয়েছে। এমতাববস্থায় মঙ্গলববার রাত ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। কোভিড-১৯ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দেশবাসীকে জানাবেন নরেন্দ্র মোদী (Narendra Modi)।
ভারতে ইতিমধ্যেই করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের। আক্রান্ত ৪৯২ জন। ভারতের বিভিন্ন রাজ্যে দ্রুত গতিতে ছড়াচ্ছে কোভিড-১৯। এই পরিস্থিতিতে দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী কী বার্তা দেন, সে দিকেই নজর ১৩০ কোটি জনগণের।
2020-03-24