চিনের আমদানি করা করোনা ভাইরাসের কোপে কাঁপছে দুনিয়া৷ বিশ্বকে বিপাকে ফেলে করোনার প্রকোপ থেকে আপাতত মুক্তি পেয়েছে লালচিন৷ কিন্তু, তারই মধ্যে উঠে এল আরও এক ভয়ঙ্কর ভাইরাসের নাম৷ অজানা ‘হান্টা ভাইরাস’ নামে এই জীবানু আবার আঘাত করছে চিনে৷ সংবাদ সংস্থার খবর অনুযায়ী, এই ভয়ঙ্কর হান্টা ভাইরাসের কোপে চিনে এখনও পর্যন্ত একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে৷
সংবাদ সংস্থা সুত্রে খবর, সোমবার চিনের ইউনান প্রদেশের করোনার ভাইরাসের হ্যান্টা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান এক ব্যক্তি। আক্রান্ত ব্যক্তি বাসে করে শানডং প্রদেশে কাজ করে ফিরছিলেন। তিনি হ্যান্টা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন৷ তাই ওই বাসে যাত্রা করা ৩২ জন ব্যক্তিকেও তদন্ত করা হয়েছে। চিনা সরকারি সংবাদপত্র গ্লোবাল টাইমস এই ঘটনার কথা জানার পরে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে।
বিপুল সংখ্যক লোক টুইট করছেন, তারা করোনার ভাইরাসের মতো মহামারী হওয়ার ভয় পায় না। কেউ কেউ বলছে, যদি চিনের মানুষ জীবিত প্রাণী খাওয়া বন্ধ না করে তবে এই ঘটনা অব্যাহত থাকবে। শিবম নামে এক ইউজার লিখেছেন, ‘চিনা জনগণ এখন আরও একটি মহামারী প্রকল্পে কাজ করছে। এই ভাইরাসটি ইঁদুর খাওয়ার ফলে ঘটে।
কী এই হান্টা ভাইরাস? বিশেষজ্ঞরা মনে করছেন, ভাইরাসটি করোনার ভাইরাসের মতো মারাত্মক নয়। এটি বায়ু দ্বারা ছড়িয়ে যায় না। এটি ইঁদুর বা কাঠবিড়ালি দ্বারা মানুষের সংস্পর্শে ছড়িয়ে পড়ে। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের মতে, ‘ঘরের ভিতরে ও বাইরে ইঁদুর হান্টা ভাইরাস সংক্রমণের ঝুঁকিতে রয়েছে। এমনকি যদি কোনও স্বাস্থ্যবান ব্যক্তিও থাকে এবং তারা ভাইরাসের সংস্পর্শে আসে, তবে সংক্রামিত হওয়ার ঝুঁকি থাকে।