করোনা-মহামারী পরিস্থিতিতে বন্দিদের মুক্তি দেওয়ার রায় দিল সুপ্রিম কোর্ট! তৈরি হবে বিশেষ কমিটি

করোনাভাইরাসের (Coronavirus) আশঙ্কায় সারা দেশ ত্রস্ত হয়ে হয়ে রয়েছে। অল্প সময়ের ব্যবধানে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যামারাও গেছেন সাত-আট জন। এসবেরই মধ্যে এক ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। জেলবন্দিদের সুরক্ষার কথা ভেবে দেশের সমস্ত কারাগারকে সংক্রমণ মুক্ত করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। শুধু তাই নয়, ওই রায়ে সুপ্রিম কোর্ট (Supreme Court) আরও জানিয়েছে, বিচারাধীন বন্দি ও সাজাপ্রাপ্ত বন্দিদের জামিনে অথবা প্যারোলে মুক্তি দিতে হবে।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানোর জন্য এক ও একমাত্র উপায় হিসেবে বারবারই বলা হচ্ছে, একসঙ্গে বেশি লোকজনের না থাকা এবং সর্বোচ্চ পরিচ্ছন্নতা মেনে চলা। এই অবস্থায় জেলের অস্বাস্থ্যকর পরিবেশে একসঙ্গে অত বন্দির থাকা নিরাপদ নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা

সেই কারণেই এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। সূত্রের খবর, সুপ্রিম কোর্ট (Supreme Court) বিভিন্ন রাজ্যের স্বরাষ্ট্র সচিবদের জানিয়েছে, বিচারের আওতায় থাকা বন্দিদের প্যারোলে বা জামিনে মুক্তি দিতে হবে এই মহামারীর সময়ে। নইলে মহামারী ছড়িয়ে পড়ার সম্ভাবনা আরও বাড়বে। বিচারাধীন ছাড়াও যে সব সাজাপ্রাপ্ত বন্দিদের শাস্তির মেয়াদ সাত বছরের কম, তাদেরও প্যারোল বা জামিনে মুক্তি দেওয়ার আদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

করোন ভাইরাস প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগের মধ্যে সুপ্রিম কোর্টের (Supreme Court) এই নির্দেশ বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সমস্ত মহল। তবে এত বন্দিকে নিরাপদে মুক্ত করাও খুব একটা সহজ ব্যাপার হবে না, তাই এই মর্মে রাজ্যজুড়ে আইনি পরিষেবা ঠিক রাখতে রাজ্যওয়াড়ি এক কমিটি গঠন করার কথাও জানিয়েছে সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ, স্বরাষ্ট্রসচিব, রাজ্যের আইনি পরিষেবা পর্যদের চেয়ারম্যান এবং জেল অধিকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করতে হবে। সেই কমিটিই সিদ্ধান্ত নেবে, কীভাবে ক’দিনের প্যারল বা জামিন মঞ্জুর করা হবে বন্দিদের জন্য।

এই পরিস্থিতিতে কী করা যাবে, সেটা এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে মানবাধিকার এবং চিকিৎসক– এই দুই স্তরেই সমাদৃত হয়েছে সুপ্রিম কোর্টের (Supreme Court) ঐতিহাসিক রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.