জনতা কার্ফুতে বাড়িতে ছিলেন তিনি। সেই ‘অপরাধে’ কর্মীকে ছাঁটাই করল ডোমিনোজ ইন্ডিয়া। বাকি কর্মীদেরও বাড়ি থেকে তুলে, ডেলিভারি দিতে বাধ্য করা হয় বলে অভিযোগ। এই রাজ্যে এমন ঘটনা ঘটিয়েছে ডোমিনোজ।
অভিযোগের তির ডোমিনোজ ইন্ডিয়ার দক্ষিণবঙ্গের এরিয়া সেলস ম্যানেজারের দিকে। যদিও এ প্রসঙ্গে মুখ খোলেননি তিনি। নয়ন নস্কর নামে এক কর্মী জনতা কার্ফুতে কাজে যাননি। নিউ আলিপুর ডমিনোজে কাজ করতেন তিনি। অভিযোগ, তাতেই ছাঁটাই করা হয় ওই কর্মীকে। সংস্থার বিরুদ্ধে আরও অভিযোগ, একাধিক কর্মীকে ছাঁটাইয়ের ভয় দেখিয়ে রবিবার দুপুরে বাড়ি থেকে তুলে খাবার ডেলিভারির কাজে লাগানো হয়েছে।
করোনা রুখতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন। করোনা সংক্রমণের শৃঙ্খল ভাঙতে রবিবার জনতা কার্ফুর নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জরুরি পরিষেবা ছাড়া বাকিদের ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছিল। সেই নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখানোর অভিযোগ উঠল ডমিনোজের বিরুদ্ধে।