মৃত্যু-সংখ্যার নিরিখে চিনকে টপকে গিয়েছে অনেক আগেই। সর্বোচ্চ মৃত্যুর সংখ্যাতেও বিশ্বের সমস্ত দেশকে ছাপিয়ে গিয়েছে ইতালি (Italy)। নোভেল করোনাভাইরাসের জেরে ২২ মার্চ সন্ধ্যা ছ’টা পর্যন্ত ইতালিতে প্রাণ হারিয়েছেন ৫,৪৭৬ জন। ইতালিতে করোনাভাইরাসে (Coronavirus) সংক্রমিত হয়েছেন ৫৯,১৩৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭,০২৪ জন।
ইতালির স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ২২ মার্চ সন্ধ্যা ছ’টা পর্যন্ত ইতালিতে কোভিড-১৯ মারণ ভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৫,৪৭৬ জনের। সবমিলিয়ে এখনও পর্যন্ত ইতালিতে (Italy) ৫৯ হাজার ১৩৮ জন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ৭ হাজার ২৪ জন সুস্থ হয়ে উঠেছেন।
2020-03-23