অবশেষে দেশবাসীর দীর্ঘদিনের দাবি মেনে আন্তর্জাতিক দেশের সব বিমানবন্দর থেকে বিমান ওঠানামার ওপর নিষেধাজ্ঞা জারি করল নরেন্দ্র মোদীর সরকার। রবিবার রাত দেড়টার পর থেকে কোনও আন্তর্জাতিক বিমান দেশের মাটিতে নামতে পারবে না বলে রাতেই জানিয়ে দেওয়া হয়। আগামী ৩১ মার্চ মধ্যরাত পর্যন্ত এই ব্যবস্থা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। ব্রিটেন, তুরস্ক, আফগানিস্তান, মালয়েশিয়া, ফিলিপিন্স থেকে আসা সমস্ত উড়ান বন্ধ থাকবে আগামী এক সপ্তাহের জন্য।
করোনা ভাইরাসের (Cooronavirus) আতঙ্কে দিল্লিতে আন্তর্জাতিক বিমানের ওঠানামা নিষিদ্ধ হয়েছিল আগেই। রাজধানীতে অন্তর্দেশীয় বিমানের ওঠানামাও বন্ধ করেছে সরকার। এবার দেশজুড়েই লাগু হচ্ছে এই ব্যবস্থা। আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধের আগে আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সমস্ত রকম ট্রেন বাতিল করেছে রেলমন্ত্রক। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষিত ‘জনতা কারফিউ’ চলার মাঝেই বিজ্ঞপ্তি জারি করে ভারতীয় রেল কর্তৃপক্ষ। রবিবার মধ্যরাত থেকে দেশের সমস্ত মেল, এক্সপ্রেস ও লোকাল ট্রেন বন্ধ থাকছে। পরিষেবা স্থগিত রাখা হচ্ছে কলকাতা মেট্রোরও।