ভারতে (India) দ্রুত গতিতে ছড়াচ্ছে করোনাভাইরাস (Coronavirus)। সোমবার বেলা এগারোটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪১৫-তে গিয়ে ঠেকেছে। সংক্রমণ রুখতে দেশের ২২টি রাজ্যের ৭৫টি জেলায় ৩১ মার্চ পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। যদিও, লকডাউনকে অনেকেই গুরুত্ব দিচ্ছেন না। এমতাবস্থায় দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর আর্জি, ‘নিজে সুরক্ষিত থাকুন, পরিবারকে নিরাপদে রাখুন।’
টুইট করে দেশবাসীর কাছে প্রধানমন্ত্রী (Prime Minister) আবেদন রেখেছেন, ‘এখনও অনেকে লকডাউনকে গুরুত্ব দিচ্ছেন না। দয়া করে নিজেকে সুরক্ষিত রাখুন, আপনার পরিবারকে সুরক্ষিত রাখুন। রাজ্য সরকারগুলিকে আমার অনুরোধ নিয়ম ও আইন অনুসরণ নিশ্চিত করুন।’
প্রসঙ্গত, লকডাউন কার্যকর করার জন্য রাজ্যগুলিকে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। যদি কেউ লকডাউন লঙ্ঘন করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।