শুরুতে সংক্রমণের হার অনেকটাই কম ছিল। কিন্তু, সময় যত পেরোচ্ছে করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্তের সংখ্যাটাও পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে ভারতে (India)। সোমবার দুপুর পর্যন্ত ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১৫। বিগত ২৪ ঘন্টাতেই নতুন করে সংক্রমিত হয়েছেন ১৯ জন। যে ভাবে সংক্রমণের সংখ্যাটা বাড়ছে, তাতে গোটা দেশে আতঙ্কের আবহ তৈরি হয়েছে। আক্রান্তের সংখ্যা সর্বাধিক মহারাষ্ট্রে (Maharashtra) , মহারাষ্ট্রেই (Maharashtra) সংক্রমিত হয়েছেন ৮৯ জন। গুজরাটে (Gujarat) আক্রান্তের সংখ্যা ২৯।
সোমবার ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (Indian Council of Medical Research) (আইসিএমআর) জানিয়েছে, ভারতে সোমবার বেলা এগারোটা পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪৫১। মৃত্যু হয়েছে ৭ জনের। আক্রান্তের সংখ্যা সর্বাধিক মহারাষ্ট্রে (Maharashtra)। সংক্রমণ রুখতে লকডাউন ঘোষণা করেছে ভারত (India) সরকার।