কেউ বাজালো কাঁসর, কেউ বাজালো ঘন্টা, কেউবা খুন্তি দিয়ে থালা। আবার কেউ বাজালো শঙ্খ, কেউ বা দিল হাততালি, কেউ বা বাজালো গীটার। সবাই মিলে অভিনন্দিত করল সেই সব মানুষগুলোকে যারা নিজের জীবন বাজি রেখে শুধুই মানুষের জন্য কাজ করে চলেছে অনবরত। হ্যাঁ যেভাবে প্রধানমন্ত্রীর ডাকে দেশবাসী জনতা কারফিউ পালন করেছে। ঠিক একই ভাবে মোদীর আবেদনকে সারা দিয়ে ঠিক বিকেল পাঁচটায় সমস্ত জরুরি পরিষেবার সাথে যুক্ত ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন আম জনতা থেকে রাজনীতি বিদ ও সেলিব্রেটিরা। আর তারপরই টুইট করে এভাবে কৃতজ্ঞতা প্রকাশের জন্য দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে পাড়া থেকে অলিগলি আজ বিকেলে সরগরম হয়ে উঠেছিল কয়েক মিনিটের জন্য। বাড়ির ছাদ, ব্যালকনি, রাস্তার ধারে দাঁড়িয়েও অভিনন্দন জানিয়েছেন মানুষ। মিলিত এই প্রচেষ্টায় করোনা কে হারাতে একজোট হওয়ার বার্তা দিয়েছে ভারত। যুদ্ধের মধ্যে ধরা পড়েছে উৎসবের মেজাজ।
করোনা ভাইরাসের বিরুদ্ধে যে জরুরী পরিষেবার কর্মীরা লড়াই চালাচ্ছেন তাদের কুর্নিশ জানাতে বিকেল পাঁচটায় হাততালি দিয়েও কাঁসরঘন্টা বাজিয়ে অভিনন্দিত করার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এরপরই প্রধানমন্ত্রী টুইট করে লেখেন “এটা ধন্যবাদের শব্দ ।একিসঙ্গে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের সূচনা। আসুন আরো দীর্ঘ লড়াইয়ের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই।” মোদী বলেছেন ,”করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে যারা অংশ নিলেন দেশ সেই প্রতিটা মানুষকে ধন্যবাদ জানাচ্ছে।
অন্যদিকে ঘড়িতে ঠিক বিকেল পাঁচটা বাজতেই আমি জনতার সাথে লোকসভার স্পিকার ওম বিড়লা, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং,রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ , উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মত বহু রাজনীতি বিদদের সাথে বলিউড সেলিব্রেটিরাও অভিনন্দিত করেন। দিপীকা পাড়ুকোন, জাহ্নবী কাপুর, অক্ষয় কুমার, বরুন ধাওয়ান, কঙ্গনা রানাওয়াতদের দেখা যায় হাততালি দিতে।
সারা দেশজুড়ে আজকে যে ছবি উঠে এসেছে তাতে এটা অন্তত স্পষ্ট যে করোনা মোকাবিলায় সরকারকে সার্বিক ভাবে সহোযোগিতা করতে তৈরি দেশবাসী। করোনা যুদ্ধের জন্য প্রস্তুত ভারত।