ঠিক ১০০ বছর আগে কেমন ছিল কলকাতার সিনেমা হলগুলো, তা নিয়ে অনেক আলোচনা করেছেন পন্ডিত সুকুমার সেন তাঁর আত্মজীবনীতে (পৃ ১২২, ১২৩)। তার ক’টি লাইন।— “গ্লোব থিয়েটারে সিনেমা শো ছাড়া অভিনয় বা অন্য রকম শোও হত। এখানে কম দামি সীট ছিল ওপরে, পিছনে সিমেন্ট বাঁধানো টানা গ্যালারি। এখানে একবার একটু সামান্য মজার শিক্ষালাভ হয়েছিল। সেদিন ম্যাটিনি শোতে গেছি আমি ও বিমলেন্দু। ছবি আরম্ভ হতে দেরি আছে, ভিরও নেই, দেখে আমরা অল্পক্ষণের জন্য বাইরে গিয়েছিলাম। ফিরে এসে দেখি আমাদের সিটে বেশ মোটাসোটা এক ভদ্রলোক কায়াবিস্তার করে বসে আছেন। তাঁকে উঠে যেতে বললে তিনি সবেগে ঘাড় নেড়ে উত্তর দিলেন, ‘উঁহু বাবা, শিবলিঙ্গং ন চলায়েৎ’। বুঝলুম ভদ্রলোক আকার-সদৃশ প্রাজ্ঞ। আমরা নীরবে সরে গেলুম।”
সঙ্গে ওই হলের আদি ছবি। তখন নাম ছিল বৈজু থিয়েটার।