Breaking: প্রধানমন্ত্রীর ঘোষণা মত শুরু ‘জনতা কার্ফু’

সারা বিশ্বে নজির গড়ে ভারতে শুরু হল ‘জনতা কার্ফু’৷ মারণ করেনা মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা মত দেশজুড়ে শুরু জনতা কার্ফু’৷ ভারতে তৃতীয় সপ্তহে প্রবেশ করেছে এই করোনা ভাইরাস৷ ফলে কমিউনিটিতে ছড়িয়ে পড়ছে এই মারণ রোগ৷ ফলে প্রতিদিনই হু হু করে বাাড়ছে আক্রান্তের সংখ্যা৷

মোদাীর জনতা কার্ফু’র সমথর্নে দেশের বিভিন্ন ব্যস্ত শহরের ছবিটা ভিন্ন৷ কলকাতা থেকে দিল্লি, চেন্নাই থেকে মুম্বই অনান্য রবিবারের সকালের থেকেও ছবিটা সম্পূর্ণ আদালা৷রাস্তাঘাট ফাঁকা৷ কোনও কোনও রাস্তা পুলিশ টহল দিচ্ছে৷ এর আগে দেশ সাক্ষী থেকে অগণিত ভারত বনর্ধের৷ এমনকি বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন প্রান্ত সাক্ষী থেকে কার্ফুর৷ কিন্তু করোনা মোকাবিলায় এদিন প্রধানমন্ত্রীর জনতা কার্ফুতে কার্যত স্তব্ধ দেশের মেট্রো শহরগুলি৷

শনিবার রাত থেকেই বন্ধ হয়ে গিয়েছে দেশে সমস্ত প্যাসেঞ্জার ট্রেন৷ আর রবিরা সকাল থেকে থেমে গিয়েছে মেল ও এক্সপ্রেসের চাকা৷ রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে এই ট্রেন গুলি৷ তবে শহরের মধ্যে চলছে অল্প কিছু লোকাল ট্রেন৷ যা অনান্য রবিবার থেকেও অনেক কম৷ জনতা কার্ফুতে অনান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গের ছবিটাও একই৷ স্তব্ধ শহর থেকে শহরতলি৷ কলকাতা মেট্রো চলাচলও কমিয়ে আনা হয়েছে৷ যেখানে প্রতিদিন প্রায় দেড়শোটি মতো মেট্রো চলে, সেখানে আজ চলবে মাত্র ৫৪টি৷

ধর্মতলা থেকে শিয়ালদহ, হাওড়া থেকে বিধাননগর সবর্ত্র ফাঁকা৷ খুব প্রয়োজন ছাড়া রাস্তায় বের হননি কেউ৷ রাস্তাঘাটে গাড়ি চোখে পড়ছে না৷ মানুষজনের সংখ্যাও খুব কম৷ দু’একজন যাঁরা রাস্তায় বেরিয়েছেন, তাঁদের অনেকেই নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে৷ শনিবারও প্রধানমন্ত্রী মানুষদের বাড়িতে থাকার আবেদন জানিয়েছেন৷ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও খুব প্রয়োজন ছাড়া মানুষকে বাড়ি থেকে না-বেড়নোর আহ্বান জানিয়েছেন৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.