রাজ্যে করোনা আতঙ্ক বেড়ে চার। চতুর্থ আক্রান্ত দমদমের বাসিন্দা। বয়স ৫৭ বছর। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তি সল্টলেক আমরি হাসপাতালে ভর্তি।
গত ১৩ তারিখ থেকে সর্দি-কাশিতে ভুগছিলেন ওই ব্যক্তি। ১৬ তারিখ ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। ১৯ মার্চ তাঁর করোনার লক্ষণগুলি প্রকাশ পেতে শুরু করে। অবস্থা সংকটজনক হওয়ায় তাঁকে ইকমো সাপোর্ট দিয়ে আইসলেশন ভেন্টিলেটরে রাখা হয়।
এরপর তাঁর রক্তের নমুনা নিয়ে এসএসকেএম হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়। সেই রিপোর্ট পজিটিভ এলে ফের একবার নমুনা নাইসেডে পাঠানো হয় পরীক্ষার জন্য। এরপর শনিবার সেই রিপোর্টও পজিটিভ আসে।
ওই ব্যাক্তির ভ্রমন ইতিহাস ঘেঁটে দেখা গেছে তিনি সম্প্রতি তো নয়ই বরং কখনই বিদেশ যাত্রা করেননি। স্বাভাবিকভাবেই এবার প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি শহর কলকাতা তথা রাজ্যে করোনা তৃতীয় পর্যায়ে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে?