কলকাতায় আতঙ্ক বিরাজমান। এবার করোনাভাইরাস-এর আতঙ্ক ছড়াল শহরতলিতেও। পশ্চিমবঙ্গে তৃতীয় করোনা (Corona) আক্রান্তের সন্ধান মিলেছে শুক্রবার রাতে। বছর ২০-র তরুণী, তৃতীয় করোনা আক্রান্তের বাড়ি উত্তর ২৪ পরগনার হাবড়ায় (Habera)। গত ১৬ মার্চ স্কটল্যান্ড থেকে ফিরেছিলেন ওই তরুণী। কোভিড-১৯ ভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় ওই তরুণীকে বেলেঘাটা আইডি (Belleghata ID) হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাতে তাঁর শরীরে কোভিড-১৯ ভাইরাসের উপস্থিতির প্রমাণ মিলেছে। নমুনার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে ওই তরুণীকে বেলেঘাটা আইডি (Belleghata ID) হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর সূত্রের খবর, শুক্রবার রাত সাড়়ে ১১টা নাগাদ নাইসেড থেকে যে তরুণীর নমুনার রিপোর্ট আসে তা ছিল পজিটিভ। তারপর তাঁকে সম্পূর্ণ আলাদা করে একটি আইসোলেশন বেডে স্থানান্তরিত করা হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে। করোনা আক্রান্ত তরুণী স্কটল্যান্ড থেকে ফিরে কোথায় কোথায় গিয়েছিলেন, তিনি গৃহ পর্যবেক্ষণে ছিলেন কি না— সেই তথ্য তাঁর কাছ থেকে জানার চেষ্টা করছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। প্রসঙ্গত, এর আগে ইংল্যান্ড ফেরত দু’জনের শরীরে কোভিড-১৯ ভাইরাসের উপস্থিতির প্রমাণ মিলেছিল। নতুন করে একজনের শরীরে করোনার সন্ধান পাওয়ার পর পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩।