পরিস্থিতি ক্রমশই ভয়াবহ, ভারতে করোনায় আক্রান্ত বেড়ে ২৫৮

দিন দিন পরিস্থিতি ক্রমশই ভয়াবহ হয়ে উঠছে| ভারতে দ্রুত বাড়ছে কোভিড-১৯ নভেল করোনাভাইরাসে (Covid-19 Novel Coronavirus) আক্রান্তের সংখ্যা| নতুন করে আরও ৩৫ জন সংক্রমিত হওয়ার পর ভারতে (India) করোনায় আক্রান্তের সংখ্যা ২৫৮-তে গিয়ে ঠেকেছে| আক্রান্ত ২৫৮ জনের মধ্যে ৩৯ জন বিদেশি নাগরিক, বাকি প্রত্যেকেই ভারতীয় নাগরিক| স্বস্তি বিষয় হল, বিগত ২৪ ঘন্টায় করোনায় সংক্রমিত হয়ে কারও মৃত্যু হয়নি| সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন|


শনিবার সকাল দশটা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী-ভারতে এখনও পর্যন্ত করোনায়া সংক্রমিত হয়েছেন ২৫৮ জন, তাঁদের মধ্যে ৩৯ জন বিদেশি নাগরিক| অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh) সংক্রমিত ৩ জন, ছত্তিশগড়ে একজন, দিল্লিতে (Delhi) ২৬ জন, গুজরাটে (Gujarat) ৭ জন, হরিয়ানায় (Haryana) ৩ জন, কর্ণাটকে (Karnataka) ১৫ জন, কেরলে (Kerala) ৪০ জন, মধ্যপ্রদেশে (Madhya Pradesh) ৪ জন, মহারাষ্ট্রে (Maharashtra) ৫২ জন (এই সংখ্যা আরও বেড়েছে), ওডিশায় দু’জন, পুদুচেরিতে একজন, পঞ্জাবে দু’জন, রাজস্থানে ১৭ জন (এই সংখ্যা আরও বেড়েছে), তামিলনাড়ুতে ৩ জন, তেলেঙ্গানায় ১৯ জন, চণ্ডীগড়ে একজন, জম্মু ও কাশ্মীরে ৪ জন, লাদাখে ১৩ জন, উত্তর প্রদেশে ২৩ জন, উত্তরাখণ্ডে ৩ জন এবং পশ্চিমবঙ্গে দু’জন (এই সংখ্যা বেড়েছে)|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.