ন্যায়বিচার পাওয়া গেল, নির্ভয়ার অপরাধীদের ফাঁসির পর প্রধানমন্ত্রীর টুইট

দীর্ঘ আইনি কৌশলের সাক্ষী থেকেছে দেশবাসী| আইনি কৌশলে কীভাবে ফাঁসির দিন লাগাতার পিছিয়ে দেওয়া সম্ভব, তাও দেখিয়ে গেল নির্ভয়ার অপরাধীরা| অবশেষে বৃত্ত সম্পন্ন হল| শুক্রবার সকাল ৫.৩০ মিনিট নাগাদ, ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে নির্ভয়ার চারজন অপরাধীকে| নির্ভয়ার ধর্ষক অপরাধীদের ফাঁসি হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম প্রতিক্রিয়া, ‘ন্যায়বিচার পাওয়া গেল|’ টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘বিচার পাওয়া গেল| মহিলাদের নিরাপত্তা এবং মর্যাদা রক্ষা করাই আমাদের প্রধান এবং মূল কাজ| আমাদের নারী শক্তি সর্বক্ষেত্রেই কৃতিত্ব অর্জন করছে| সকলে মিলে এমন একটা দেশ গড়ে তুলতে হবে যেখানে নারী শক্তিকে প্রাধান্য দেওয়া হবে| যেখানে সমান সুযোগের উপর জোর দেওয়া হবে|’দীর্ঘ সাত বছরের প্রতীক্ষার পর, শুক্রবার সকাল ৫.৩০ মিনিট নাগাদ ফাঁসি দেওয়া হয়েছে নির্ভয়ার চার দোষী-মুকেশ সিং, পবন গুপ্তা, বিনয় শর্মা এবং অক্ষয় ঠাকুরকে| ফাঁসি স্থগিত রাখতে বৃহস্পতিবার পর্যন্ত আইনি লড়াই চালিয়ে গিয়েছিল অপরাধীরা| এমনকি মাঝরাতেও এক দফা শুনানি হয় সুপ্রিম কোর্টে| শেষমেষ অপরাধীদের আবেদন খারিজ হয়ে যায়| সকাল ৫.৩০ মিনিট নাগাদ তিহাড় জেলে ফাঁসি দেওয়া হবে নির্ভয়ার অপরাধীদের| 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.