সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বিকেল ৪টেয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সব মুখ্যমন্ত্রীর সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করবেন প্রধানমন্ত্রী। তার আগে আজ রাত ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার টুইট করে চিদাম্বরম বলেন, “বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই বক্তব্যের পরে আমার মনে হয় ভারতের সব বড় ও মাঝারি শহরকে অন্তত ২-৪ সপ্তাহ লকডাউন করে রাখা উচিত।”
করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়েছে ভারতে। দেশে আক্রান্তের সংখ্যা ১৭৬। মৃত্যু হয়েছে তিনজনের। কীভাবে এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে তা নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা আটটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। বুধবার সন্ধ্যায় একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। তারপরেই প্রধানমন্ত্রীর অফিসের তরফে টুইট করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।