করোনা ভাইরাসের আতঙ্কের জেরে হাওড়া স্টেশনের পূর্ব এবং দক্ষিণ-পূর্ব শাখায় যাত্রীসংখ্যা হু হু করে কমছে। কিছুদিন আগেই দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ হাওড়া স্টেশন থেকে বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল করে। তবে পূর্ব রেল এখনো পর্যন্ত কোনো দূরপাল্লার ট্রেন বাতিল করেনি। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম ইসাক খান জানিয়েছেন, পূর্ব রেলের দূরপাল্লার ট্রেনের সংরক্ষিত কামড়ায় যাত্রীসংখ্যা ২৭% কমেছে। ফলে অধিকাংশ ট্রেনে যেখানে টিকিট পাওয়া কার্যত দুঃসাধ্য ছিল এখন পরিস্থিতিটা ঠিক উল্টো। অধিকাংশ কোচে দেখা যাচ্ছে যাত্রীসংখ্যা আসন সংখ্যার তুলনায় অনেক কম। আবার লোকাল ট্রেনেও যাত্রীসংখ্যা কমছে। প্ল্যাটফর্ম টিকিটের দাম বৃদ্ধি এবং যাত্রী সংখ্যা কমে যাওয়ায় হাওড়া স্টেশন চত্বর অনেক ফাঁকা।
এদিকে রেল কর্তৃপক্ষ স্টেশন চত্বর পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দিয়েছে। রেলকর্মীদের দেখা যাচ্ছে স্যানিটাইজার দিয়ে লিফট, বসার আসন এবং অন্যান্য জায়গা পরিষ্কার করছেন। ডিআরএম বিল্ডিংয়ে রেলকর্মী এবং অফিসারদের জন্য থার্মাল গান ব্যবহার করা হচ্ছে। ডিআরএম জানিয়েছেন, তারা এখন করোনা ভাইরাস সঙ্কটকে মোকাবিলার চেষ্টা করছেন। এখনই রেলের আর্থিক লাভ ক্ষতির কথা চিন্তা করছেন না।