সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ (Ranjan Gagai)| রঞ্জন গগৈকে (Ranjan Gagai) রাজ্যসভায় মনোনীত করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kobind)| রাজ্যসভার সদস্য হিসেবে শপথগ্রহণ করার জন্য বুধবার রাতেই দিল্লিতে (Delhi) এসে পৌঁছন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ| এরপর বৃহস্পতিবার সকালে সংসদে এসে পৌঁছন গগৈ| বেলা এগারোটা নাগাদ রাজ্যসভার সদস্য হিসেবে শপথগ্রহণ করেছেন রঞ্জন গগৈ (Ranjan Gagai) | রঞ্জন গগৈকে (Ranjan Gagai) রাজ্যসভায় মনোনীত করায় এমনিতেই ক্ষুব্ধ ছিল বিরোধীরা, ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে এদিনও| রঞ্জন গগৈ (Ranjan Gagai) যখন রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিচ্ছিলেন তখন রাজ্যসভা থেকে বেরিয়ে যান বিরোধী সাংসদরা|


রাজ্যসভার মনোনীত সদস্য প্রবীণ আইনজীবী কে টি এস তুলসির অবসরের পরে কাউন্সিল অফ স্টেটস-এর একটি পদ ফাঁকা হয়ে যায়| সংবিধানের ৮০ অনুচ্ছেদ অনুযায়ী, সাহিত্য, বিজ্ঞান, কলা এবং সামাজিক বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন এমন কোনও ব্যক্তিকে সেই পদে মনোনীত করার কথা বলা হয়েছে| সংবিধানের সেই অনুচ্ছেদ অনুযায়ী, কিছু দিন আগে গগৈকে ওই পদে মনোনীত করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kobind)| এদিন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেছেন, ‘বিভিন্ন ক্ষেত্র থেকে, প্রাক্তন প্রধান বিচারপতি-সহ বহু বিশিষ্টজনের আগমণের ঐতিহ্য রয়েছে রাজ্যসভায়| প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ (Ranjan Gagai) আজ শপথ নিয়েছেন, তিনি অবশ্যই নিজের সেরা অবদান রাখবেন|’ বিরোধীদের তীব্র নিন্দা করে রবিশঙ্কর প্রসাদ বলেছেন, ‘রাজ্যসভা থেকে বেরিয়ে যাওয়া অত্যন্ত অন্যায়|’ এদিন রাজ্যসভার সদস্য হিসেবে শপথগ্রহণ করার পরই উপ-রাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডুর সঙ্গে সাক্ষাত্ করেছেন প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ|
২০১৮ সালের ৩ অক্টোবর সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন রঞ্জন গগৈ| ২০১৯ সালের ১৭ নভেম্বর অবসর গ্রহণ করেছিলেন তিনি| সুপ্রিম কোর্টে তাঁর নেতৃত্বাধীন বেঞ্চ অযোধ্যা, শবরীমালা এবং রাফালের মতো গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.