করোনায় (Corona) ত্রস্ত ভারত। মারণ ভাইরাস করোনার (Corona) সংক্রমণ এড়াতে বিজ্ঞানীরা বলছেন কোন মানুষের সঙ্গে কথা বলার সময় নুন্যতম ১ ফুট দূরত্ব বজায় রাখা। আজ ইংল্যান্ড থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী, জিৎ ও বিশ্বনাথ। বিমানবন্দরে নামারপর সংবাদ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী মিমি (Meme)। তাঁর সামনে ছিল সংবাদ মাধ্যমের বুম। আর তিনি নাগাড়ে বলে গেলেন করোনা (Corona) নিয়ে একাধিক কথা। কিন্তু তাঁর মুখে ছিলনা মাস্ক। এমনকি মাস্ক দেখা যায়নি অভিনেতা বিশ্বনাথের মুখেও।
কিন্তু এই পরিস্থিতিতে দেশে ফেরার পর তাঁর মুখে কেন মাস্ক নেই তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। খোলা মুখে বুমের সামনে সাক্ষাৎকার দিলেন তিনি। কিন্তু এই বুম অন্যকোন ব্যক্তির সামনেও ধরা হবে। আর এভাবেই করোনা (Corona) ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। অনেকেই বিষয়টি নিয়ে কটাক্ষ করে বলছেন মিমি একজন সেলিব্রিটি ও সাংসদ হয়ে কিভাবে এমন দায়িত্বজ্ঞানহীনের মত কাজ করলেন!
সম্প্রতি একটি ভিডিওতে দেখা গিয়েছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) বক্তৃতা দেওয়ার সময় আচমকা মাইকে হাত দিয়ে ফেলেন। এটা দেখা মাত্রই রে রে করে ওঠেন স্রোতা নাগরিকরা। কিন্তু আমাদের রাজ্যে অভিনেত্রী সাংসদ বিদেশ থেকে ফিরে এসে মাস্ক ছাড়াই ঘুরছেন। তিনি একজন সাংসদ, পাশাপাশি সেলিব্রিটি। অথচ তিনি এহেন দায়িত্বজ্ঞানহীনের মত কাজ করে করোনা আতঙ্ক বহুগুণে বাড়িয়ে দিল রাজ্যে।