শ্মশানের জমি বিক্রিতে মদত দেওয়ার অভিযোগে তৃণমূল নেতাকে বেধড়ক মার। পূর্ব বর্ধমান জেলার সরাইটিকর গ্রাম পঞ্চায়েতের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
সরাইটিকর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি শ্মশানের জমিকে অবৈধভাবে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করেছিল সরাইটিকর গ্রাম পঞ্চায়েতের সদস্য শেখ জামাল। দিন কয়েক আগে পঞ্চায়েত থেকে লোকজন নিয়ে এসে শ্মশানের জমি মাপজোক করিয়েছিল শেখ জামাল বলে অভিযোগ। এদিন ওই পঞ্চায়েতের সদস্যকে গ্রামবাসীরা ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে । তার সঙ্গে তর্কবিতর্ক শুরু হতেই গ্রামবাসীরা ওই তৃণমূল নেতাকে চড়থাপ্পড় মারতে শুরু করে ।ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।
গ্রামবাসীরা বলেন, ওই পঞ্চায়েতের সদস্য শ্মশানের ওই জমিটি প্রমোটারের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করেছে। অথচ গ্রামের কাজে ওই শ্মশান ব্যবহার করা হয় ।
তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে পঞ্চায়েত সদস্য শেখ জামাল বলেন, ‘যে জায়গা নিয়ে বিতর্ক হচ্ছে সেটা শ্মশানের জায়গা নয়। শ্মশানের জায়গা আলাদা আছে ।আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে’।