সেনাবাহিনীর পর এবার নৌবাহিনী| নৌবাহিনীতেও মহিলাদের স্থায়ী কমিশনড পদে নিয়োগের জন্য নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court) | মঙ্গলবার ঐতিহাসিক রায় দিয়ে সুপ্রিম কোর্ট (Supreme Court) জানিয়েছে, ভারতীয় নৌবাহিনীতে মহিলা অফিসাররাও পুরুষদের সমকক্ষ| এক্ষেত্রে লিঙ্গবৈষম্য হওয়া উচিত নয়|
মঙ্গলবার সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (DY Chandrachur) নেতৃত্বাধীন বেঞ্চ রায় দিতে গিয়ে জানিয়েছে, যে সমস্ত মহিলারা দেশের সেবা করছেন, তাঁদের স্থায়ী কমিশনড পদে নিয়োগ না করা হলে, তা অবিচার হবে| এ বিষয়ে আগামী ৩ মাসের মধ্যে কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপও করতে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত| চলতি বছরের ফেব্রুয়াসি মাসেই সেনাবাহিনীতে মহিলাদের স্থায়ী নিয়োগের ব্যবস্থা কার্যকর করতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)| এবার ভারতীয় নৌবাহিনীতেও একই নিয়োগ ব্যবস্থা চালু করার কথা বলল সর্বোচ্চ আদালত|
প্রসঙ্গত, ভারতীয় নৌবাহিনীতে চিকিত্সা ক্ষেত্র বাদ দিয়ে অন্যান্য পদে মহিলাদের নিয়োগ শুরু হয় ১৯৯২ সালে| কিন্তু, এযাবত্ স্থায়ী কমিশনড অফিসার পদে অর্থাত্ কুড়ি বছর কাজ করার সুযোগ পাননি তাঁরা| পদোন্নতি অথবা পেনশনের মতো সুবিধা বাদ দিয়ে শুধু ১৪ বছর কাজের সুযোগ দেওয়া হয়েছিল| অবশেষে নৌবাহিনীতেও মহিলাদের স্থায়ী কমিশনড পদে নিয়োগের জন্য নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)| শীর্ষ আদালতের ঐতিহাসিক এই রায়ে খুশি প্রকাশ করেছেন বিজেপি সাংসদ হেমা মালিনী| হেমা মালিনী বলেছেন, ‘এটা অত্যন্ত ভাল খবর| মহিলারা এখন প্রতিটি ক্ষেত্রেই ঊজ্জ্বল|’