বিদ্যুৎ দফতরের ভূতুড়ে বিল | আর তা হতে পারতো মারণ কারণ | পোস্টের মাধ্যমে মোটা অঙ্কের বিলে মাথায় হাত উত্তর দিনাজপুর (North Dinajpur) জেলার কালিয়াগঞ্জের (Kaliaganj) পুরসভার ১৩ নং ওয়ার্ডের হাসপাতাল পাড়ার বাসিন্দা সঞ্জিত কৈরীর। গত শনিবার ডাক পোস্টের মাধ্যমে তার কাছে বিদ্যুৎ দফতরের চিঠি আসে। চিঠি খুলে দেখতেই মাথায় হাত সঞ্জিত কৈরীর । কারণ বকেয়া বিল হিসাবে তার কাছে বিদ্যুৎ দফতরের নোটিস আসে তার ৪ লক্ষ ১৩ হাজার ৭০০ টাকা ৮৯ টাকা বাকি রয়েছে ।
সোমবার সেই বিদ্যুৎ দফতরের নোটিশ নিয়ে কালিয়াগঞ্জের (Kaliaganj) বিদ্যুৎ দফতরে যান তিনি এবং লিখিত অভিযোগ দায়ের করেন কীভাবে তার এত টাকা বিল এলো ।
সঞ্জিত বাবু (Sanjit Babu) জানান তিনি এই বিল খোলার পরে এক প্রকার তিনি অসুস্থ হয়ে পড়েন| কীভাবে এই বিপুল অঙ্ক তিনি মেটাবেন তা তিনি কিছুই বুঝে উঠতে পারছেন না |
তার কোন বিল বাকি না থাকলেও কীভাবেই বা এল এই বিল | বিদ্যুৎ দফতরের সঙ্গে কথা বলার পরে খানিকটা আশ্বস্ত হন তিনি | কারণ দফতরের অফিস থেকে জানানো হয় তাকে যে এটি ভুল বশত চলে গিয়েছে ।
কিন্তু বিদ্যুৎ দফতরের এত বড় গাফিলতির জেরে যদি তার প্রাণ হানি হোতো, তবে তার দায় কি বিদ্যুৎ দফতর নিত, প্রশ্ন সঞ্জিত বাবুর? এদিকে স্টেশন ম্যানেজার সুদীপ কুমার (Sudip Kumar) জানান ভুল বশত এই বিল গেছে ওই গ্রাহকের কাছে। তার অভিযোগ পাবার পর দেখা যায় তার কোন বিদ্যুৎ বিল বাকি নেই। এই ধরনের ভুল হয়ে থাকলে বিদ্যুৎ দফতরে এসে অভিযোগ দায়ের করা হলেই সমস্যার সমাধান হয়ে যায় ।