করোনাভাইরাস-এর সংক্রমণ রুখতে আফগানিস্তান, মালয়েশিয়া এবং ফিলিপিন্সে যাওয়া এবং ওই তিনটি দেশ থেকে ভারতে আসার ক্ষেত্রে ভ্রমণ-নিষেধাজ্ঞা জারি করল ভারত সরকার| আগামী ৩১ মার্চ পর্যন্ত বলবত্ থাকবে এই নির্দেশিকা| এছাড়াও সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, ওমান ও কুয়েত থেকে ভারতে আসা সমস্ত বিমান যাত্রীদের কোয়ারান্টাইনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে|কেন্দ্র জানিয়েছে, আগামী ৩১ মার্চ পর্যন্ত আফগানিস্তান, ফিলিপিন্স এবং মালয়েশিয়া থেকে ভারতে আসার ক্ষেত্রে ভ্রমণ-নিষেধাজ্ঞা জারি করা হয়েছে| ১৭ মার্চ, মঙ্গলবার থেকেই কার্যকর হয়েছে এই ভ্রমণ-নিষেধাজ্ঞা| এদিকে, ভারতে দ্রুততার সঙ্গে ছড়াচ্ছে কোভিড-১৯ নভেল করোনাভাইরাস| মারণ এই ভাইরাসে সংক্রমিত হয়ে ভারতে ইতিমধ্যেই ৩ জনের মৃত্যু হয়েছে| ভারতে আক্রান্তের সংখ্যা ১২৬|
2020-03-17