সাম্প্রতিক করোনা (Corona) ভাইরাস কেড়ে নিয়েছে তাবড় বিশ্ববাসীর রাতের ঘুম। সমস্ত বিশ্বে বড় বড় মিডিয়া হাউসগুলির হেডলাইনে করোনায় (Corona) এখন জায়গা করে নিচ্ছে অন্য সব ইসুকে ফাঁকা মাঠে গোল দিয়ে। সোশ্যাল মিডিয়াতে করোনা নিয়ে এখন ভীষণ চর্চা। করোনাকে মোকাবিলা করতে তামাম সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এখন হয়ে উঠেছেন চিকিৎসক ।
আর ঠিক সেই সময়তেই বাংলাদেশী (Bangladeshi) লেখিকা তসলিমা (Taslima) বিতর্কিত পোস্ট করে বিতর্কের শিরোনামে। গত শনিবার টুইটারে তিনি বলেন, মসজিদে নামাজের সময় করোনার জন্য পাল্টে দেওয়া হচ্ছে। ইমামরা বুঝে গেছে আল্লাহ করোনার হাত থেকে ইসলাম ধর্মাবলম্বীদের রক্ষা করতে পারবেনা ।
মোয়াজ্জেনদের মসজিদে না এসে বাড়িতে নামাজ রাখার জন্য আবেদন করাকেও এক হাত নিয়েছেন বরাবর বিতর্কের শিরোনামে থাকা বাংলাদেশ থেকে বিতাড়িত এই লেখিকা। তার মতে, করোনার হাত থেকে কাউকেই বাঁচাতে পারবেনা কোন ভগবান বা আল্লাহ বা গড ।
বিশ্বব্যাপী এই মারণ রোগের হাত থেকে একমাত্র আধুনিক চিকিৎসা বিজ্ঞানই পারে মানুষকে রক্ষা করতে। আর এটা নিয়েই বরাবর নারী অধিকারের পক্ষে এবং ধর্মান্ধতার বিপক্ষে স্বর তোলা তসলিমা (Taslima) একহাত নিয়েছেন ধর্মান্ধদের ।