কাঁথির কর্মিসভায় শুভেন্দু অধিকারী বলেছেন,” নীতিতে বিশ্বাস করি। কিন্তু কখনওই আত্মসম্মান হারিয়ে রাজনীতি করতে পারব না।” তিনি আরও বলেন,” ওরা ভেবেছিল কলকাতার রাজনীতিতে আমাকে চলতে হবে। যারা রাজনীতিতে জনবিচ্ছিন্ন, তাদের কথা শুনে আমাকে রাজনীতি করতে হবে। কিন্তু আমি স্বাধীনচেতা। আমি নিজের মতো রাজনীতি করব।” শুভেন্দু আগে “দিদিকে বলো” করেন নি। এবার নিজের এলাকায় ” বাংলার গর্ব মমতা” কর্মসূচিতেও ছিলেন না। ওই কর্মসূচিতে নিজের তরফে অন্য একজনকে পাঠান। শনিবারের অনুপস্থিতির পর রবিবারের বিস্ফোরক ভাষণ ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। উল্লেখ্য, নেতাজি ইনডোরে ” বাংলার গর্ব মমতা” কর্মসূচির উদ্বোধনেও ছিলেন না শুভেন্দু।
2020-03-16