ভারত অনেক এগিয়ে | করজোড়ে নমস্কার করে মার্কিন প্রেসিডেন্ট জানালেন আইরিশ প্রধানমন্ত্রীকে | আইরিশ প্রধানমন্ত্রী বর্তমানে মার্কিন সফররত | বৃহস্পতিবার হোয়াইট হাউসে দেখা করেন দুজন | কিন্তু দুজনেই ভারতীয় সংস্কৃতি অনুযায়ী হাত জোড় করে নমস্কার করেন | করজোড় ছাড়াও মাথা ঝুঁকিয়ে জাপানি কায়দায় অভিবাদনের পালাও সারেন দুজনে |
হোয়াইট হাউসে সেসময় উপস্থিত সাংবাদিকদের লক্ষ্য করে বলেন,আমরা হাত মেলালাম না | সঙ্গে সঙ্গে এক সাংবাদিক প্রশ্ন করেন যদি হাত মেলাতেন তারা ? তাতে আবারও দুই রাষ্ট্র নায়কই করজোড়ে তা না করে | হাসির আবহ তৈরি হলেও এর পিছনের কারণটি যথেষ্ট গুরুত্বপূর্ণ | সম্প্রতি করোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ায় যথেষ্ট উদ্বিগ্ন মার্কিন প্রশাসনও | তাই করমর্দনের মাধ্যমে সংস্পর্শে আসার থেকে দূর থেকে অভিবাদনকে বেশি গুরুত্ব দিচ্ছেন মার্কিন প্রেসি়ডেন্ট ট্রাম্প ও আইরিশ প্রধানমন্ত্রী লিও ভারাদকার| এরপরেই ট্রাম্প তার স্বভাবসিদ্ধ ভঙ্গীতে বলে ওঠেন, আমি কয়েকদিন আগেই ভারত সফরে গিয়েছিলাম |
সেখানে আমাকে কখনই শেক হ্যান্ড করতে হয়নি | কারণ ওখানে অভিবাদনের ভঙ্গীতে কোন ছোঁয়াই নেই | তাই ওরা অনেক এগিয়ে আমাদের থেকে | নমস্কার ও মাথা ঝুঁকিয়ে অভিবাদন যে তাঁকে এক অদ্ভূত অনুভূতি দিয়েছে ,গোপন করেননি সেকথাও | আগামী কয়েক সপ্তাহের জন্য মুখে “হাই” ও ভারতীয় সংস্কৃতির উপরেই যে তাদের সকলকে নির্ভর করে থাকতে হবে বলেন সেকথাও |